মিগুয়েলের খেলায় মুগ্ধ তাঁর প্রাক্তন দলের সমর্থকরা

গত কয়েক মরসুমে বসুন্ধরা কিংসের হয়ে অনবদ্য ফুটবল খেলেছিলেন মিগুয়েল ফিগুয়েরা (Miguel Figueira)। যখনই সুযোগ পেয়েছিলেন নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিলেন সব সময়। যারফলে তাঁর…

Brazilian Midfielder Miguel Figueira Set to Join East Bengal FC

গত কয়েক মরসুমে বসুন্ধরা কিংসের হয়ে অনবদ্য ফুটবল খেলেছিলেন মিগুয়েল ফিগুয়েরা (Miguel Figueira)। যখনই সুযোগ পেয়েছিলেন নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিলেন সব সময়। যারফলে তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল দলের আপফ্রন্টকে। তবে বর্তমানে অনেকটাই বদলেছে পরিস্থিতি। বসুন্ধরা কিংসকে বিদায় জানিয়ে গত সিজনের মাঝামাঝি সময় ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের দায়িত্ব গ্ৰহন করেছেন অস্কার‌ ব্রুজো। পূর্বে এই স্প্যানিশ কোচের তত্ত্বাবধানে একাধিক ফুটবল ট্রফি জিতেছিল বসুন্ধরা কিংস‌। এমনকি এএফসির মঞ্চে ও যথেষ্ট সক্রিয়তা ছিল বাংলাদেশের এই ফুটবল ক্লাবের। সবদিক নজরে রেখেই তাঁর হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

বলাবাহুল্য, এই কোচের হাত ধরেই ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছিল মশাল ব্রিগেড। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্ৰুপ পর্বের পাশাপাশি আইএসএলে টপ সিক্সের দাবিদার হয়ে উঠেছিল ইস্টবেঙ্গল। তবে চোট আঘাতের পাশাপাশি নানাবিধ সমস্যার দরুন দল চলে গিয়েছিল ব্যাকফুটে। যারফলে শেষ পর্যন্ত খালি হাতেই সিজন শেষ করতে হলেও নতুন মরসুমে অস্কারেই ভরসা রাখে লাল-হলুদ শিবির। সেইমতো তাঁর পছন্দ অনুসারে ফুটবলারদের দলে টানতে মরিয়া ছিল ময়দানের এই প্রধান। সেক্ষেত্রে বারংবার উঠে আসতে শুরু করেছিল ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরার নাম। গত কয়েক সপ্তাহ আগেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তাঁর যোগদানের কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গল।

   

তারপর গত বুধবার ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে নামধারী এফসির বিপক্ষে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। যেখানে প্রথম থেকেই নজর কাড়ছিলেন তিনি। ভাগ্য সুপ্রসন্ন না থাকায় নিজে গোলের মুখ খুলতে সক্ষম না‌ হলে ও ম্যাচের দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় তাঁর ভাসানো কর্নার থেকেই গোল করে দলকে জয় এনে দেন মরোক্কান তারকা হামিদ আহদাদ। যা নিঃসন্দেহে মন জয় করেছে সকল সমর্থকদের। তবু শুধুমাত্র লাল-হলুদ সমর্থকরাই নয়, মিগুয়েল ফিগুয়েরার এমন পারফরম্যান্সে এবার ও মুগ্ধ হয়েছে তাঁর প্রাক্তন ক্লাব তথা বসুন্ধরা কিংসের সমর্থকরা।

Advertisements

আসলে সময়ের সাথে সাথে দল বদল হলেও মিগুয়েলের প্রতি ভালোবাসা যেন এখনও রয়ে গিয়েছে বসুন্ধরা কিংসের সমর্থকদের। ডুরান্ডের সেই হাইভোল্টেজ ম্যাচের পর বসুন্ধরা কিংসের অন্যতম সক্রিয় ফ্যানবেস তথা কিংস আর্মির একটি অফিসিয়াল সাইটে আপলোড করা হয় মিগুয়েলের একটি ছবি। যেখানে ইস্টবেঙ্গলের জার্সিতে শট নিতে দেখা যাচ্ছে এই হাইপ্রোফাইল ফুটবলারকে। সেখানে লেখা রয়েছে ” আমাদের সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ইস্টবেঙ্গলের হয়ে অভিষেক ম্যাচে এসিস্ট করলেন! ডুরান্ড কাপে মিগুয়েলের এসিস্ট থেকে গোল করেন মরক্কোর ফুটবলার হামিদ। আমাদের টিমে খেলা যাওয়া দেশি বিদেশি সকল প্রাক্তন ফুটবলারদের প্রতি সম্মান থাকবে চিরদিন! যে কিংসের হয়ে ১ ম্যাচ খেলছে তাকেও মনে থাকবে, আর মিগুয়েল দামাসেনো তো আমাদের প্রাণ ভোমরা ছিলো। ঝলক চলতে থাকুক দ্যা মিডফিল্ডার জেনারেলের।”