NorthEast United FC থেকে লোনে ক্যালিকটে যোগদান করলেন এই মিডফিল্ডার

গতবারের মতো এবারও ডুরান্ড কাপ জয়ের মধ্য দিয়ে মরসুম শুরু করেছে নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে দলের সকল ফুটবলারদের। এই…

mohammed arshaf

গতবারের মতো এবারও ডুরান্ড কাপ জয়ের মধ্য দিয়ে মরসুম শুরু করেছে নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে দলের সকল ফুটবলারদের। এই সিজনের প্রথম থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছেন মরোক্কান গোলমেশিন আলদিন আজারাই। তাঁর দৌলতে খুব সহজেই সাফল্যের ধারা বজায় রেখেছে পাহাড়ের এই ফুটবল দল। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। হাতে রয়ে গিয়েছে আর কিছুদিন। তারপরেই অক্টোবরের মাঝামাঝিতে শুরু হয়ে যাবে সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ। এখানেই সেই ধারা বজায় রাখতে চাইবেন হুয়ান পেদ্রো বেনালির ছেলেরা।

 লোনে তরুণ মিডফিল্ডারকে অন্যত্র পাঠাল NorthEast United FC C

গত সিজনে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। সেই ভুল ত্রুটি শুধরে নিয়ে এবার সুপার কাপ জিতে এএফসির মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ পেতে চাইবে জন আব্রাহামের ফুটবল ক্লাব। সেইমতো সক্রিয়তা দেখাচ্ছে মন্দার তামহানেদের ম্যানেজমেন্ট। তবে এসবের মাঝেই লোন চুক্তির মধ্য দিয়ে দলের এক তরুণ মিডফিল্ডারকে অন্যত্র পাঠাল টানা দুইবারের ডুরান্ড বিজয়ীরা। তিনি মোহাম্মদ আরশাফ। পূর্বে কালকাট এফসির হয়ে খেলতেন এই ফুটবলার।‌

   

Read More: Mohammedan SC : মুখ্যামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে স্পনসর জট? সুপার কাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিল মহামেডান

Advertisements

সেখান থেকেই তাঁকে দলে টেনেছিল দেশের প্রথম ডিভিশনের এই ফুটবল ক্লাব। দলের জার্সিতে জিতেছেন এবারের ডুরান্ড কাপ। এবার নিজের পুরনো দলেই তাঁকে ছাড়ল নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে কর্তৃপক্ষ। সেখানে তাঁর অন্যত্র যাওয়ার কথা উল্লেখ করে লেখা হয়েছে ” মোহাম্মদ আরশাফ পরবর্তী ট্রান্সফার উইন্ডো পর্যন্ত লোনে ক্যালিকট এফসিতে যোগ দিয়েছেন।
তোমার জন্য শুভকামনা, আরশাফ।” নিজের পুরনো ক্লাবেই এবার ভালো পারফরম্যান্স করতে চাইবেন তিনি।

এছাড়াও কিছু মাস পরেই শুরু হবে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল। সেখানে ও ভালো পারফরম্যান্স করতে চাইবেন আলাদিনরা। গতবারের কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়ে ছিটকে যেতে হলেও সেই হতাশা ভুলে দলের ফুটবলারদের হাতে ভারত সেরা লিগের ট্রফি দেখতে চান বেনালি।