Inter Kashi FC: বেঙ্গালুরুতে খেলা এই মিডফিল্ডারকে টানল ইন্টার কাশী

গত মরসুম থেকেই আইলিগে অংশ গ্ৰহন করছে ইন্টার কাশী ফুটবল ক্লাব (Inter Kashi FC)। প্রথম দিকে বেগ পেতে কিছুটা সময় লাগলেও পরবর্তীতে দুরন্ত ছন্দে ধরা…

Karthik Panicker

গত মরসুম থেকেই আইলিগে অংশ গ্ৰহন করছে ইন্টার কাশী ফুটবল ক্লাব (Inter Kashi FC)। প্রথম দিকে বেগ পেতে কিছুটা সময় লাগলেও পরবর্তীতে দুরন্ত ছন্দে ধরা দেয় বারাণসীর এই ফুটবল ক্লাব। চূড়ান্ত সাফল্য না আসলেও মরসুম শেষে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে শেষ করে এই ফুটবল ক্লাব। নয়া সিজনে ডুরান্ড কাপে ও অংশ গ্ৰহন করছে ইন্টার কাশী। বলতে গেলে এই নয়া সিজন থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ক্লাবের।

সেইমতো দল গঠনের কাজ শুরু করেছিল ম্যানেজমেন্ট। নয়া কোচের নির্দেশ মেনেই খেলোয়াড়দের চূড়ান্ত করতে থাকে ক্লাব। যেখানে বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ব্রিগেডে ও থেকেছে চমক। মূলত তরুণ প্রতিভাদের আনা হয়েছে স্কোয়াডে। সেই তালিকায় যুক্ত হল কার্তিক প্যানিকারের নাম। মঙ্গলবার বিকেলে নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা নিশ্চিত করা হয় ক্লাবের তরফে।

   

পূর্বে গাড়ওয়াল এফসির হয়ে খেলতেন এই তরুণ মিডফিল্ডার। একটা সময় মুম্বাইয়ের অনূর্ধ্ব ষোলো দল থেকে উঠে এসেছিলেন কার্তিক। পরবর্তীতে সুদেবা দিল্লি সহ ফ্রন্টটায়ার এফসির মতো ক্লাবের জার্সিতে খেলতে দেখা যায় তাঁকে। সেখান থেকেই গত ২০২৩-২০২৪ মরসুমে এফসি বেঙ্গালুরু ইউনাইটেডে আসেন এই ফুটবলার। মেয়াদ‌ শেষ হতেই ফিরে যান গাড়ওয়ালে।

নয়া সিজনে এবার তাকেই দলে টেনেছে ইজুমি আরাতার ইন্টার কাশী ফুটবল ক্লাব। মূলত দলের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করতেই মহারাষ্ট্রের এই ফুটবলারকে সই করিয়েছে ম্যানেজমেন্ট। তবে অনুশীলনের ভিত্তিতে তাঁকে প্রথম একাদশে রাখার কথা ভাবতে পারেন দলের কোচ।