এবারের আইএসএলের প্রথমদিকে যথেষ্ট এগিয়ে থাকলেও পরবর্তীতে টুর্নামেন্টের দ্বিতীয় লেগে ইভান ভুকোমানোভিচের দলকে পিছনে ফেলে বেশ খানিকটা এগিয়ে যায় ওডিশা ও মুম্বাই সিটির মতো ক্লাবগুলি। তবে গোয়া ম্যাচে মানালো মার্কেজের এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)।
শেষ পর্যন্ত ৪-২ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিয়েছিল ডাইসুকে সাকাইরা। তবে পরবর্তীতে সেই জয়ের ধারা এবার বজায় রাখা সম্ভব হয়নি ডায়মান্টাকোস্টদের। সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি বিপক্ষে তাদের ধরাশায়ী হয়ে যেতে হয় অতি সহজেই। এসবের মাঝেই তৈরি হয়েছে দলের এক মিডফিল্ডারের অন্যত্র যাওয়ার সম্ভাবনা।
যা নিঃসন্দেহে চিন্তায় ফেলতে পারে দলকে। অন্যদিকে, টুর্নামেন্টের প্রথম থেকেই আইএসএলের লিগশিল্ড জয়ের দৌড়ে অনেকটা এগিয়ে থাকলেও পরবর্তীতে বেশকিছু কারনে তা ধরে রাখা সম্ভব হয়নি। বর্তমানে আইএসএলের পয়েন্ট টেবিলের শীর্ষে স্থান করে নিয়েছে সার্জিও লোবেরার ওডিশা এফসি। তাদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে মোহনবাগান। তাই এক্ষেত্রে এই লড়াইয়ে টিকে থাকতে হলে পরবর্তীতে সবকটি ম্যাত প্রায় জিততে হবে তাদের। কিন্তু এবার দল ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে ভারতীয় তারকা জিকসন সিংয়ের। হ্যাঁ, ঠিকই শুনছেন।
বিশেষ সূত্র মারফত খবর এবার নাকি ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স ছাড়তে পারেন জাতীয় দলের এই মিডফিল্ডার। উল্লেখ্য, তার সঙ্গে আরও কিছুটা সময়ের চুক্তি থাকলেও নিজেই নাকি আর কেরালায় থাকতে চাননা এই ফুটবলার। তার অনুপস্থিতিতে দলের মধ্যে যে প্রভাব আসবে তা কিন্তু বলাই চলে।