Monday, December 8, 2025
HomeSports NewsATK Mohun Bagan ছাড়ার পথে আরও এক ফুটবলার

ATK Mohun Bagan ছাড়ার পথে আরও এক ফুটবলার

- Advertisement -

আরও এক ফুটবলার এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) ছাড়ার পথে। আগামী মরশুমে হয়তো সবুজ মেরুন শিবিরে থাকছেন না মাইকেল সুসাইরাজ (Michael Soosairaj)। ওড়িশা এফসিতে যোগ দিতে পারেন তিনি।

অন্যতম সম্ভাবনাময় ফুটবলার হিসেবে ভারতীয় ফুটবল আঙিনায় উঠে এসেছিলেন মাইকেল সুসাইরাজ। মাঝমাঠের পাশাপাশি উইং বরাবর খেলতে বেশি পছন্দ করেন। অ্যান্টোনিও লোপেজ হাবাসের সময়ে কলকাতার ক্লাবের হয়ে বেশ কিছু ম্যাচে খেলেছিলেন। পরে ক্রমে চলে যান পর্দার আড়ালে।

   

২০১৬ থেকে ২০১৮ মরশুমে চেন্নাই সিটির হয়ে মাইকেল নজর কেড়েছিলেন। খেলেছিলেন প্রায় তিরিশটি ম্যাচ। করেছিলেন একাধিক গোল। পরে জামশেদপুর হয়ে এসেছিলেন কলকাতায়। এটিকে এবং পরে এটিকে মোহন বাগানে তিনি ছিলেন।

২০১৯-২০ তে এটিকের হয়ে বেশ কিছু ম্যাচে মাঠে নেমেছিলেন। গোল করেছিলেন একাধিক। পরে তাঁর ম্যাচ টাইম ক্রমে কমে আসে। সেই সঙ্গে চোট সমস্যা। পরের দু’টি বছর হাতেগোনা কয়েকটি ম্যাচে তাঁকে মাঠে দেখা গিয়েছে।

শোনা যাচ্ছে আগামী মরশুমে তাঁকে ওড়িশা এফসিতে যাওয়া প্রায় নিশ্চিত। সুসাইরাজের নতুন চুক্তি পত্রে মেয়াদ বাড়িয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে অনুমান।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular