সিদ্ধান্ত চূড়ান্ত! এই ৩ ভারতীয়কে ধরে রাখতে পারে MI

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (MI) মেগা নিলামে শক্তিশালী দল গড়ার চেষ্টা করবে। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে রোহিত শর্মার…

Rohit Sharma hides his face in disappointment after Mumbai Indians' loss to Chennai Super Kings in IPL 2023.

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (MI) মেগা নিলামে শক্তিশালী দল গড়ার চেষ্টা করবে। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। মেগা নিলাম হয়েছিল ২০২২ সালে।

রোহিতের জন্য ৫০ কোটি টাকা দিতেও রাজি দুই IPL টিম! জল্পনা তুঙ্গে

   

রোহিত শর্মার অধিনায়কত্বে ২০২২ সালে ১০ নম্বরে ছিল দল। ২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফে পৌঁছেছিল। ২০২৪ সালে দলে ফেরেন হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মার জায়গায় তাঁকে অধিনায়ক করা হয়েছিল। তবে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স একেবারেই বলার মতো ছিল না। দলটি পয়েন্ট টেবিলের দশম স্থানে ছিল। ২০২৫ সালে ঘুরে দাঁড়াতে চাইবে মম্বই ইন্ডিয়ান্স। এজন্য ভাল দল গঠন করতে হবে।

শোনা যাচ্ছে, মেগা নিলামের আগে ৬ জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পেতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি। সেরকমটা হলে এমআই কোন কোন ক্রিকেটারকে ধরে রাখতে চাইবে? বিদেশি খেলোয়াড়দের টিম ডেভিড একজন ক্রিকেটার হতে পারেন। কোনও সন্দেহ নেই যে মুকেশ আম্বানির ফ্র্যাঞ্চাইজি হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব এবং জসপ্রীত বুমরাহকে ধরে রাখতে চাইবে। আইপিএল ২০২৪-এ পান্ডিয়াকে অধিনায়ক করার পর শোনা গিয়েছিল, এই সিদ্ধান্তে খুশি নন রোহিত। এমন পরিস্থিতিতে রোহিত শর্মাকে দল আর ধরে না-ও রাখতে পারে।

মারতে শুরু করলে একেবারে ৯ ছক্কা! হৈচৈ ফেলে দিয়েছেন শুভমন গিলের এই বন্ধু

মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড

ইশান কিষাণ, বিষ্ণু বিনোদ, রোহিত শর্মা, টিম ডেভিড (অস্ট্রেলিয়া), সূর্যকুমার যাদব, এন তিলক ভার্মা, দেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), হার্দিক পান্ডিয়া, রোমারিও শেফার্ড (ওয়েস্ট ইন্ডিজ), নেহাল ওয়াধেরা, শামস মুলানি, জেরাল্ড কোয়েটজি (দক্ষিণ আফ্রিকা), মহম্মদ নবি (আফগানিস্তান), শিবালিক শর্মা, নমন ধীর, জাসপ্রিত বুমরাহ, জেসন বেহরেনডর্ফ (অস্ট্রেলিয়া), কুমার কার্তিকেয়, আকাশ মাধওয়াল, অর্জুন তেন্ডুলকর, পীযূষ চাওলা, দিলশান মাদুশঙ্কা (শ্রীলঙ্কা), নুয়ান থুশারা (শ্রীলঙ্কা), অংশুল কাম্বোজ, শ্রেয়স গোপাল।