কলকাতায় পৌঁছেই যুবভারতীতে ইস্টবেঙ্গলের অনুশীলনে মেসি

কলকাতার ময়দানে নতুন চমক! ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) স্কোয়াডে যুক্ত হলেন ক্যামেরুনিয়ান স্ট্রাইকার মেসি বৌলি (Messi Bouli) । চোটের কারণে ছিটকে গিয়েছেন সৌদি ডিফেন্ডার…

কলকাতার ময়দানে নতুন চমক! ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) স্কোয়াডে যুক্ত হলেন ক্যামেরুনিয়ান স্ট্রাইকার মেসি বৌলি (Messi Bouli) । চোটের কারণে ছিটকে গিয়েছেন সৌদি ডিফেন্ডার হিজাজি। আর তার বদলি হিসেবেই লাল-হলুদ শিবিরে যোগ দিলেন বৌলি। ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, তিনি ২৮ নম্বর জার্সি গায়ে চাপিয়ে ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামবেন।

কলকাতায় এসে সরাসরি অনুশীলনে মেসি বৌলি
ইস্টবেঙ্গলের নতুন তারকা বুধবার কলকাতায় এসে পৌঁছনোর পরেই ক্লাবের অফিশিয়াল ফটোশুটে অংশ নেন। এরপর আর কোনো দেরি না করে সরাসরি যোগ দেন দলের অনুশীলনে। লাল-হলুদ জার্সি গায়ে প্রথম দিনই বল পায়ে বেশ সাবলীল দেখায় ক্যামেরুনিয়ান ফরোয়ার্ডকে। কোচ অস্কার ব্রুজোও তার আগমনে খুশি এবং মনে করছেন দলের আক্রমণভাগে বাড়তি শক্তি যোগ করবেন মেসি বৌলি।

   

কে এই মেসি বৌলি?
২৯ বছর বয়সি মেসি বৌলি ক্যামেরুনের জাতীয় লিগ থেকে উঠে এসে থাই লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। থাইল্যান্ডের একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি মূলত একজন স্ট্রাইকার হলেও উইং থেকেও আক্রমণে যেতে পারেন। গত মরশুমে থাই লিগে ভালো খেলার পর এবার ভারতীয় ফুটবলে নতুন ইনিংস শুরু করছেন।

দলের আক্রমণভাগে শক্তি বাড়বে
ইস্টবেঙ্গলের আক্রমণভাগে ক্লেটন সিলভা, নন্দকুমারদের সঙ্গে মেসি বৌলির সংযুক্তি দলকে আরও বিপজ্জনক করে তুলবে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। ক্লেটনের পাশাপাশি আরেকজন গোলস্কোরার থাকা মানেই বিপক্ষ রক্ষণের জন্য বাড়তি চাপ। কোচ অস্কার ব্রুজোও আশাবাদী যে বৌলির গতি, ফিনিশিং এবং শারীরিক শক্তি দলকে অনেকটাই সুবিধা দেবে।

সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস
মেসি বৌলির নামের সঙ্গে ‘মেসি’ শব্দটি থাকায় স্বাভাবিকভাবেই সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই লাল-হলুদ সমর্থকরা তাকে নিয়ে নানা পোস্ট ও মন্তব্য করছেন। কেউ বলছেন, “নাম যখন মেসি, খেলাতেও যেন ম্যাজিক দেখান!” আবার কেউ মজা করে লিখছেন, “বার্সেলোনার মেসি না হোক, ইস্টবেঙ্গলের মেসি তো পেলাম!”

আগামী ম্যাচেই অভিষেক?
ইস্টবেঙ্গলের পরবর্তী লিগ ম্যাচেই মেসি বৌলি দলে সুযোগ পেতে পারেন। তবে তা নির্ভর করছে তার ফিটনেস ও কোচের পরিকল্পনার উপর। ক্লাব সূত্রের খবর, তিনি যথেষ্ট ম্যাচ ফিট রয়েছেন এবং দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন।

লাল-হলুদ সমর্থকদের আশা মেসি বৌলি দলের আক্রমণভাগে ঝলক দেখিয়ে তাদের স্বপ্ন পূরণ করবেন। এখন দেখার নতুন এই ক্যামেরুনিয়ান স্ট্রাইকার মাঠে কতটা প্রভাব ফেলতে পারেন!