Euro: ইউরোর সেমিতে উঠেও চিন্তায় স্পেন, কিন্তু কেন?

Spain vs Germany

শুক্রবার ইউরো (Euro) চ্যাম্পিয়নশিপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও জার্মানি। বিগত কয়েকদিন ধরে এই ম্যাচের অপেক্ষায় ছিল গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। সম্পূর্ণ সময়ের শেষে বজায় থাকে ১-১ গোলের অমীমাংসিত ফলাফল। তবে অতিরিক্ত ২-১ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন। গোল করেন দানি ওলমো এবং মাইকেল মেরিনো। অন্যদিকে, জার্মানির হয়ে একটি মাত্র গোল করেন ফ্লোরিয়ান উইর্টজ।

Advertisements

উল্লেখ্য, এই টুর্নামেন্টের শুরু থেকেই হট ফেভারিট হয়ে উঠেছিল নাগেলসমানের জার্মানি। প্রথম থেকেই ছন্দে ছিল টমাস মুলাররা। তাছাড়া দেশের মাটিতে ইউরো আয়োজিত হওয়ায় তুঙ্গে ছিল সকলের চাহিদা। কিন্তু শেষমেশ রদ্রিদের কাছে হেরে বিদায় নিতে হল জার্মানদের। তবে এই ম্যাচ জিতে ও বড়সড় ধাক্কা খেতে স্পেনকে। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তারা পাবে না ডিফেন্ডার ডেনি কার্ভাহাল ও ফরোয়ার্ড আলভারো মোরাতাকে। যা নিয়ে কিছুটা হলেও চিন্তায় থাকবেন দলের কোচ।

   
Advertisements

আসলে এই ম্যাচের অতিরিক্ত সময়ে জার্মানির রক্ষণ ভেঙে বল জালে জড়িয়ে সেলিব্রেশনে মেতে ওঠেন মোরাতা। স্বাভাবিকভাবেই তাকে হলুদ কার্ড দেখান ম্যাচ রেফারি। সেজন্য, আগত সেমিফাইনালে আর খেলতে পারবেন না এই তারকা। পরবর্তীতে ম্যাচের অন্তিম লগ্নে জার্মানির এক ফুটবলারকে ফাউল করে বসেন ডানি। যা কোনোভাবেই চোখের আড়াল হয়নি ম্যাচ রেফারির। তারপর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই ফুটবলারকে। তাই আসন্ন সেমিফাইনালে আর খেলতে পারবেন না এই দুই তারকা।