Merdeka Cup Update: সরে দাঁড়িয়েছে প্যালেস্টাইন, নতুন চ্যালেঞ্জ ভারতের

Merdeka Cup Palestine Withdraws

Merdeka Cup Update: চলতি মাসের ১৩ তারিখ থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী মারডেকা ফুটবল কাপ। সেজন্য মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ব্লু টাইগার্সরা।

উল্লেখ্য, ভারতের পাশাপাশি আয়োজক দেশ মালয়েশিয়া সহ অংশগ্রহণ করার কথা ছিল প্যালেস্টাইন ও তাজাকিস্তানের মতো দেশের। তবে এবার সেখানেই দেখা দিয়েছে যত সমস্যা। এর দরুন অনেকটাই বদলাতে চলেছে এই ফুটবল টুর্নামেন্টের প্যাটার্ন। যারফলে, বিরাট চ্যালেঞ্জ এবার ইগর স্টিমাচের ছেলেদের সামনে।

   

আসলে, আগত এই ফুটবল টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে প্যালেস্টাইন। তাই চারটি দেশের পরিবর্তে মোট ৩টি দেশের মধ্যেই হতে চলেছে এই টুর্নামেন্ট। জানা গিয়েছে, বিশেষ সমস্যার দরুন যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদের নাম প্রত্যাহার করেছে প্যালেস্টাইন। তাই লড়াই এবার তিনটি দেশের মধ্যে। তাহলে কিভাবে হবে টুর্নামেন্ট?

যতদূর খবর, তিনটি প্রতিযোগি দেশের মধ্যে মোট রাউন্ড রবিন প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে গোটা টুর্নামেন্ট। এক্ষেত্রে পয়েন্ট টেবিলের নিরিখে শীর্ষস্থান দখল করা দলকেই এবারের মারডেকা কাপের চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন