এই মুহূর্তে ভারতীয় ক্লাব ফুটবলের অন্যতম সক্রিয়তা দেখাচ্ছে ইস্টবেঙ্গলের (East Bengal) মহিলা দল। কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের তত্ত্বাবধানে গত সিজনে কন্যাশ্রী কাপ জয় করার পাশাপাশি সর্বভারতীয় ক্ষেত্রেও এসেছে সাফল্য। দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে ইন্ডিয়ান ওমেন্স লিগ জয় করেছিল মশাল কন্যারা। বাংলার প্রথম দল হিসেবে এই সাফল্য লাভ করেছে ইস্টবেঙ্গল দল। এক কথায় যা বিরাট পাওনা সকলের কাছে। সেই সুবাদে দল স্থান করে নিয়েছে এএফসি ওমেন্স চ্যাম্পিয়নস লিগের প্রিলিমিনারী রাউন্ডে। সেই কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠন শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট।
Also Read |
ভারতীয় ফুটবলারদের পাশাপাশি গত কয়েক মাস ধরে একাধিক বিদেশি ফুটবলারদের সঙ্গে চুক্তি করেছে দল।এক্ষেত্রে দলের আক্রমণভাগে শক্তি বাড়াতে গত ইন্ডিয়ান ওমেন্স লিগ সিজনের সর্বোচ্চ গোলদাতা ও যুক্ত হয়েছেন দলে। যা নিঃসন্দেহে বড়সড় চমক। কিন্তু শুধুমাত্র আক্রমণভাগ নয় দলের রক্ষণভাগে ও যথেষ্ট নজর দিয়েছে লাল-হলুদ শিবির। এক্ষেত্রে নাইজেরিয়ার দাপুটে ডিফেন্ডার মাউরিন টোভিয়া ওকপালার মতো ফুটবলাররা ও রয়েছেন দলের সঙ্গে। তাঁদের নিয়েই এবার আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের মুখ দেখতে চাইছে মশাল ব্রিগেড।
গত সোমবার সন্ধ্যায় প্রিলিমিনারী রাউন্ডের প্রথম ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল ফুটবল দল। তাঁরা পরাজিত করেছে কম্বোডিয়ার চ্যাম্পিয়ন দল পেন ক্রাউন এফসিকে। চলতি মাসের শেষে হংকংয়ের শক্তিশালী দলের বিপক্ষে খেলতে নামবে সুইটি দেবীরা। এখন সেদিকেই নজর থাকবে সকলের। তবে এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। গত কয়েক সিজন ধরেই মশাল ব্রিগেডের সঙ্গে যুক্ত ছিলেন মহিলা গোলরক্ষক কেইশাম মেলোডি চানু। তবে এবার লাল-হলুদ ছেড়ে অন্যত্র যোগদান করলেন এই ফুটবলার।
জানা গিয়েছে আপাতত একটি সিজনের জন্য এবার মনিপুরের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব দি ওয়েলফেয়ার ক্লাবে যোগদান করেছেন তিনি। এবার সেখানেই নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ থাকবে চানুর।