HomeSports Newsমেহরাজুদ্দিনের তত্ত্বাবধানে অনুশীলন সাদা-কালো‌ ব্রিগেডের, বদল আসবে দলে?

মেহরাজুদ্দিনের তত্ত্বাবধানে অনুশীলন সাদা-কালো‌ ব্রিগেডের, বদল আসবে দলে?

- Advertisement -

গত কয়েক সপ্তাহ ধরেই বেতন সমস্যা নিয়ে ডামাডোল পরিস্থিতি মহামেডান স্পোর্টিং ক্লাবে‌ (Mohammedan SC)। যার প্রভাব পড়তে শুরু করেছিল দলের অনুশীলনে। বেশ কয়েকদিন প্র্যাক্টিসে গড় হাজির থাকতে দেখা গিয়েছিল সাদা-কালো ফুটবলারদের। এমন পরিস্থিতিতে তড়িঘড়ি করে খেলোয়াড় সহ কোচের সঙ্গে বৈঠকে বসেছিল মহামেডান ম্যানেজমেন্ট। পরবর্তীতে অনুশীলনে ফিরেছিলেন দলের ফুটবলাররা। কিন্তু সেটা যেন সাময়িক স্বস্তি। আসলে পরিস্থিতি যেন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ময়দানের এই প্রধানের। এসবের মাঝেই দিন কয়েক আগে দলের দায়িত্ব ছেড়েছেন সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভ।

তাঁর দল ছাড়ার ক্ষেত্রে ব্যাপকভাবে উঠে এসেছিল গত কয়েক মাসে বেতন না পাওয়ার প্রসঙ্গ। যদিও সেই নিয়ে রয়েছে বহু বিতর্ক। রাশিয়ান কোচের দায়িত্ব থেকে সরে আসার কথা সামনে আসলেও বিভিন্ন মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, খুব শীঘ্রই দলের দায়িত্বে ফিরে আসবেন মহামেডানের আইলিগ জয়ী এই কোচ। তারপর আবারও আইএসএলের ডাগ আউটে দেখা যেতে পারে এই বিদেশি কোচকে। তবে বর্তমানে অন্তর্বর্তীকালীন কোচ মেহরাজুদ্দিন ওয়াডুর তত্ত্বাবধানে প্রস্তুতি সারছেন সাদা-কালো ফুটবলাররা। আগামী শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে হাইভোল্টেজ ডার্বি ম্যাচ খেলতে নামবে মহামেডান।

   

যেখানে তাঁদের লড়াই করতে হবে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী ফুটবল ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে। এক্ষেত্রে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা নতুন করে বলার অপেক্ষায় রাখেনা। তবে প্রথম লেগের হতাশা ভুলে এই দ্বিতীয় লেগে মোহনবাগান সুপার জায়ান্টকে টেক্কা দিতে চাইবে ফ্রাঙ্কারা। তবে যতদূর খবর, গত মুম্বাই ম্যাচের পর এবার হয়তো খুব একটা বদল হবে না দলের প্রথম একাদশে। পরিস্থিতি অনুযায়ী হয়তো মনভীর সিং‌কে প্রথম থেকেই খেলাতে পারে ব্ল্যাক প্যান্থার্সরা। যদিও সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না কারুর কাছে।

বলাবাহুল্য, এই নতুন বছরের শুরু থেকেই দারুন ছন্দে ধরা দিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচ শেষ করার পর সকলকে চমকে দিয়ে তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছেই। কিন্তু সেটা বজায় থাকেনি। গত ম্যাচে পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটি এফসির কাছে বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল মহামেডান দলকে। সেই হতাশা ভুলে আসন্ন মোহনবাগান ম্যাচে ঘুরে দাঁড়ানোই প্রধান লক্ষ্য ময়দানের এই প্রধানের।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular