মঙ্গলবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার সঙ্গে। শেষ পর্যন্ত দুইটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় বোরহা হেরেরাদের দল। এদিন গোল করে যান মানোলো মার্কুয়েজের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার ইকের গ্যারেক্সোনা। এছাড়াও একটি আত্মঘাতী গোল উঠে আসে সাদা-কালো দলের গোলরক্ষক পদম ছেত্রীর তরফে। যারফলে এই নিয়ে টানা সাতটি ম্যাচে পরাজিত হল কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। সেই নিয়ে যথেষ্ট হতাশ দলের সমর্থকরা।
চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে এই ম্যাচ খুব একটা গুরুত্ব না রাখলে ও নিজেদের সেরাটা দেওয়ার পরিকল্পনা ছিল উভয়ের। তাছাড়া অ্যাওয়ে ম্যাচ হলেও এদিন লড়াকু মেজাজ নিয়েই এদিন খেলতে নেমেছিল সাদা-কালো ব্রিগেড। কিন্তু ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল আর্মান্দো সাদিকুদের। তবে ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষনভাগে ঢুকে পড়েন সার্বিয়ান তারকা দেজান ড্রাজিচ। তারপর সতীর্থ ফুটবলারের বল থেকে হেড দিয়ে বল জালে জড়িয়ে দেন ইকের গ্যারেক্সোনা। খুব সহজেই সেখান থেকে গোল তুলে নেয় গোয়া শিবির। এমনকি দ্বিতীয়ার্ধে ও প্রায় একই পরিস্থিতি থেকেই গোল হজম করতে হয় রেড রোডের এই ফুটবল দলকে।
Also Read | FC Goa vs Mohammedan SC: মহামেডানের বিপক্ষে সহজ জয় এফসি গোয়ার, সুবিধা পাবে দল?
ভালো খেলে ও দলের গোল হজম করায় যথেষ্ট হতাশ মহামেডান স্পোর্টিং ক্লাবের অন্তর্বর্তীকালীন কোচ মেহরাজুদ্দিন ওয়াডু। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” আমরা ম্যাচ হেরেছি ঠিকই, তবে ছেলেরা খেলেছে। ওদের দুটো গোলই সেট পিস থেকে এসেছে। যা নিঃসন্দেহে হতাশাজনক। তবে প্রথমার্ধে গোল হজম করার পরে ও আমরা লড়াই করেছি। যতক্ষণ না দ্বিতীয় গোল হয়েছে। তবে হ্যাঁ, গোটা সিজন ধরে এই একই সমস্যা আমাদের ভোগাল। আমরা সুযোগ তৈরি করেও গোল করতে পারছি না। এবার ও সেটাই হয়েছে।”
এছাড়াও খেলোয়াড়দের দক্ষতা নিয়ে ও প্রশ্ন তুললেন মেহরাজুদ্দিন। তাঁর কথায়, ” যদি দলে ভাল মানের ফিনিশার না থাকে, তাহলে ভুগতেই হবে। এটাই স্বাভাবিক। আমরা প্রতি ম্যাচেই সুযোগ তৈরি করার চেষ্টা করি এবং প্রায়ই দু-তিনটে গোল করার মতো সুযোগ পাই। কিন্তু আক্রমণে আমরা গুণগত মানের ঘাটতিতে ভুগছি”। অর্থাৎ নাম না করে আপফ্রন্টের ফুটবলারদের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন সাদা-কালো দলের এই দায়িত্ব প্রাপ্ত কোচ।