মহামেডানের দায়িত্বে ফিরলেন মেহরাজ

গত বছর অনবদ্য পারফরম্যান্স করে আইলিগ জয় করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সেই সুবাদেই এবার ইন্ডিয়ান সুপার লিগ খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে ময়দানের এই…

Mohammedan Sporting Mehrajuddin Wadoo

গত বছর অনবদ্য পারফরম্যান্স করে আইলিগ জয় করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সেই সুবাদেই এবার ইন্ডিয়ান সুপার লিগ খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে ময়দানের এই প্রধান। প্রথম থেকেই তাঁদের অনবদ্য পারফরম্যান্স তাক লাগিয়ে দিয়েছিল সকলকে। নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজিত হতে হলেও দ্বিতীয় ম্যাচে অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়া শিবিরকে। তারপর তৃতীয় ম্যাচে‌ আসে বহু প্রতীক্ষিত জয়।

কিন্তু পরবর্তীতে বজায় থাকেনি সেই জয়ের ধারা। পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট থেকে শুরু করে এখনও পর্যন্ত আটটি ম‌্যাচ খেলে ফেলেছে সাদা-কালো ব্রিগেড। কিন্তু এখনও পর্যন্ত জয়ের দেখা মেলেনি। যার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে। একটা সময় কলকাতার বাকি দুই প্রধানকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলের অনেকটা উপরে উঠে আসলেও বর্তমানে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে অ্যালেক্সিস গোমেজরা। যা নিয়ে হতাশ আপামর মহামেডান জনতা।

   

এই পরিস্থিতিতে দলের বর্তমান কোচ আন্দ্রে চেরনিশভের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। বিভিন্ন মাধ্যম সূত্রে মহামেডানের বর্তমান কোচের বিদায়ের কথা শোনা গেলেও তা এখনও স্পষ্ট নয়। এসবের মাঝেই মহামেডান স্পোর্টিং ক্লাবের দায়িত্বে ফিরে আসলেন মেহরাজুদ্দিন ওয়াডু (Mehrajuddin Wadoo)। যা কিছুটা হলেও ভরসা দিতে পারে সাদা-কালো সমর্থকদের। সোমবার গভীর রাতে নিজেদের সোশ্যাল সাইটে মেহরাজের দায়িত্ব গ্ৰহনের কথা জানিয়ে দেয় রেড রোডের এই ফুটবল ক্লাব।

পূর্বে তাঁর তত্ত্বাবধানে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে সাদা-কালো ব্রিগেড।‌ বলতে গেলে তাঁর হাত ধরেই খাদের কিনাড়া থেকে ঘুরে দাঁড়িয়েছিল মহামেডান। কিন্তু পরবর্তীতে তাঁকে সরিয়ে রাশিয়ান কোচের হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। তবে এবার আন্দ্রে চেরনিশভের সহকারী হিসেবে যোগদান করলেন মেহরাজ।