Meet Sana Javed: একজনের তৃতীয়, অন্যজনের দ্বিতীয়! শোয়েবের নতুন পত্নী সম্পর্কে জেনে নিন বিস্তারিত

শোয়েব মালিক (Shoaib Malik) বিয়ে করেছেন সানা জাভেদকে (Sana Javed)। এখন অনেকের মনেই প্রশ্ন কে এই সানা জাভেদ যার সানিয়া মির্জাকে বিদায় জানালেন পাকিস্তানি তারকা?…

Sana Javed

শোয়েব মালিক (Shoaib Malik) বিয়ে করেছেন সানা জাভেদকে (Sana Javed)। এখন অনেকের মনেই প্রশ্ন কে এই সানা জাভেদ যার সানিয়া মির্জাকে বিদায় জানালেন পাকিস্তানি তারকা? শোয়েব মালিকের তৃতীয় স্ত্রী সানা জাভেদ। তবে এরই মধ্যে সানিয়া মির্জাকে ডিভোর্স দিয়েছেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়।

Advertisements

সানা জাভেদ একজন পাকিস্তানি অভিনেত্রী। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সানার সঙ্গে শোয়েব মালিকের সম্পর্কের খবর জোরালো হয়। সানার পাকিস্তানের টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করেন। এ পর্যন্ত অনেক পাকিস্তানি ড্রামায় অভিনয় করেছেন। সানার অনেক বিখ্যাত কাজ রয়েছে, যা ভারতেও দেখা যায়। তার কয়েকটি বিখ্যাত ড্রামার মধ্যে রয়েছে কালা দোরিয়া, এ মুস্তাত-ই-খাক, ডাঙ্ক, রুসওয়াই, ডর খুদা সে এবং ইন্তেজার।

Advertisements

এর আগে ২০২০ সালে উমাইর জসওয়ালকে বিয়ে করেছিলেন সানা, তবে দীর্ঘদিন দুজনের মধ্যে সবকিছু ঠিকঠাক ছিল না এবং দুজনের বিচ্ছেদের খবর সামনে আসতে শুরু করে। এরপরই খবর আসে দুজনের বিবাহ বিচ্ছেদ হয়েছে। সানা এবং উমাইর তাদের নিজ নিজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছবি মুছে ফেলেছিলেন।

সানা জাভেদের আগে ২০১০ সালে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন শোয়েব। যদিও সানিয়ার সঙ্গে বিয়ের সময় শোয়েব মালিক তার প্রথম স্ত্রী আয়েশার সঙ্গে কোনো ধরনের সম্পর্কের কথা অস্বীকার করলেও বিষয়টি এগিয়ে যাওয়ার পর আয়েশাকে তালাক দেন শোয়েব। শোয়েব মালিক ও সানা জাভেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবর শেয়ার করেছেন, যা চমকে দিয়েছে বেশির ভাগ মানুষকে। দু’জনেই শেয়ার করেছেন বিয়ের ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘আর আমরা তোমাকে জোড়ায় জোড়ায় বানিয়েছি।