Mohun Bagan: আরও একটি বিষয়ে মোহনবাগানকে পিছনে ফেলেছে MCFC

ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরসুম শুরু হওয়ার আগে বিভিন্ন পরিসংখ্যান নিয়ে কাটাছেঁড়া চলছে। সেরা কোচ, সেরা গোলদাতা সহ বিভিন্ন দলের পরিসংখ্যান নিয়ে শুরু হয়েছে আলোচনা।…

Mohun Bagan vs Mumbai City FC

ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরসুম শুরু হওয়ার আগে বিভিন্ন পরিসংখ্যান নিয়ে কাটাছেঁড়া চলছে। সেরা কোচ, সেরা গোলদাতা সহ বিভিন্ন দলের পরিসংখ্যান নিয়ে শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি আইএসএল-এর অফিসিয়াল ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে এমন ৬ দলের নাম যাদের গোলস্কোরার একাধিক। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। প্রথম স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি (MCFC)।

২০২৩-২৪ ইন্ডিয়ান সুপার লিগ মরসুমে মুম্বই সিটি এসির হয়ে একাধিক ফুটবলার গোল করেছেন। সবথেকে বেশি ভিন্ন গোলস্কোরার রয়েছেন মুম্বই সিটি এফসিতেই। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, মুম্বইয়ের দলটির হয়ে ১৬ জন ফুটবলার গোল করেছেন।

   

গোলকিপারদের কাছে ক্ষমা চেয়ে অবসর নিলেন ISL খেলা গোলমেশিন

কোন কোন ফুটবলার করেছেন বাণিজ্যনগরী এই দলটির হয়ে? লালিয়ানজুয়ালা ছাংতে, বিপিন সিং, বিক্রম প্রতাপ সিং, জাকুব ভোজতুস, ইকার গুয়ারোটক্সেনা, আপুইয়া, জর্জ পেরেইরা ডিয়াজ, ইয়োয়েল ভ্যান নিফ, আবদেনাসের এল খায়াতি, গ্রেগ স্টুয়ার্ট, মেহতাব সিং, গুরকিরাত সিং, আলবার্তো নোগুয়েরা, তিরি, আকাশ মিশ্র, রোস্টিন গ্রিফিথস ইন্ডিয়ান সুপার লিগে মুম্বই সিটি এফসির হয়ে গোল করেছেন।

এই তালিকায় মুম্বইয়ের পরেই রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। বাগানের হয়ে ১৫ জন ভিন্ন ফুটবলার গোল করেছিলেন গতবারের আইএসএল-এ। কে কে গোল করেছিলেন মোহনবাগান এসজি’র হয়ে?

Mohun Bagan: মোহনবাগানে যোগ দেওয়ার পর মুখ খুললেন আপুইয়া

২০২৩-২৪ মরসুমে সবুজ মেরুন ব্রিগেডের হয়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস, সাহাল আব্দুল সামাদ, মনবীর সিং, লিস্টন কোলাকো, জেসন কামিংস, হুগো বৌমাস, আনোয়ার আলি, হেক্টর ইউস্তে, অনিরুদ্ধ থাপা, শুভাশিস বোস, জনি কাউকো, কিয়ান নাসিরি, ব্রেন্ডন হ্যামিল, দীপক টাংরি।

আধুনিক ফুটবলে টিম গেমের ওপর জোর দেন অধিকাংশ কোচ। ফলত একাধিক গোলস্কোরার থাকা যে কোনও দলের জন্য ইতিবাচক বিষয়। মুম্বই সিটি এফসি ও মোহনবাগান সুপার জায়ান্টের পর এই তালিকায় পর্যায়ক্রমে রয়েছে এফসি গোয়া (১৩ জন ভিন্ন গোলদাতা), চেন্নাইয়িন এফসি (১২ জন ভিন্ন গোলদাতা), কেরালা ব্লাস্টার্স এফসি (১০ জন ভিন্ন গোলদাতা), ওডিশা এফসি (১০ জন ভিন্ন গোলদাতা)।