পুনেতে খেলা দেখতে এসে জলসংকটে হাসপাতালে ভর্তি ২০ জন সমর্থক

ভারতীয় খেলাধুলার ইতিহাসে এই প্রথমবার লজ্জার কোনও ঘটনার সাক্ষী থাকতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবছররে শুরু থেকেই স্টেডিয়াম নিয়ে নানা বিতর্কের মুখে পড়তে হয়েছে বিসিসিআইকে।…

short-samachar

ভারতীয় খেলাধুলার ইতিহাসে এই প্রথমবার লজ্জার কোনও ঘটনার সাক্ষী থাকতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবছররে শুরু থেকেই স্টেডিয়াম নিয়ে নানা বিতর্কের মুখে পড়তে হয়েছে বিসিসিআইকে। কখনও নিকাশি ব্যবস্থা, কখনও বা দুর্বল মাঠের অবস্থা – সব মিলিয়ে স্টেডিয়ামের নানা বিষয়ে ভারতকে বিদ্ধ করেছে খেলতে আসা দেশগুলি। এবার স্টেডিয়ামে জলসংকটের মত নতুন বিতর্কের জন্ম দিল মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। ম্যাচের প্রথম দিনেই জলসংকটের মুখে পড়ে গেছেন দর্শকরা। ভারতীয় প্রথম সারির এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এমসিএ স্টেডিয়ামে জল সরবরাহের সংকট (Water Crisis In IND vs NZ 2nd Test Pune) দেখা দেয়, যার ফলে প্রায় ২০ জন দর্শক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

   

পুনেতে টেস্ট শুরু হওয়ার আগে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন পূর্বে ঘোষণা করেছিল যে তারা স্টেডিয়ামের দর্শকদের ফ্রি জল সরবরাহ করবে। কিন্তু, প্রথম দিনের খেলার মধ্যেই জল সরবরাহের অভাব দেখা দেয়, যা পরিস্থিতিকে উত্তেজিত করে তোলে। পুনেতে চলমান এই টেস্ট ম্যাচে দর্শকদের জন্য এই অভিজ্ঞতা চরম অস্বস্তিকর হয়ে ওঠে। প্র্রবল দাবদাহের মধ্যে পরে বেশ কিছু সমর্থক জল না পেয়ে হাসপাতালে ভর্তিও হয়েছেন বলে শোনা গিয়েছে। যদিও এই বিষয়টির সতত্যা এখনও অবধি নাকচ করেছেন স্টেডিয়াম কর্তৃপক্ষ।

ফের অধিনায়ক হিসাবে ফিরতে চলেছেন ওয়ার্নার

যদিও এই ঘটনা ঘটার পরই এমসিএ নিজের ভুল স্বীকার করেছে এবং ঘোষণা করেছে যে দ্বিতীয় দিনের খেলার সময় পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহ (Water Crisis In IND vs NZ 2nd Test Pune) নিশ্চিত করা হবে। এমসিএর এক প্রতিনিধি জানিয়েছেন, “আমাদের ত্রুটি ছিল, তবে আমরা আগামী দিন থেকে পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহ করবো।”

বোলিংয়ে ‘সুন্দর’ পারফরম্যান্স করলেও কিউয়ি ঘূর্ণিতে নাকাল বিরাট-রোহিতরা

প্রসঙ্গত উল্লেখ্যঃ যে, ম্যাচের প্রথম দিনে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ২৫৯ রান সংগ্রহ করে। দলের ওপেনার ডেভন কনওয়ে সর্বাধিক ৭৬ রান করেন, এবং রচিন রবীন্দ্র ৬৫ রানের ইনিংস খেলেন। ভারতীয় বোলারদের মধ্যে ওয়াশিংটন সুন্দর সাতটি উইকেট নেন, যা তার টেস্ট কেরিয়ারের অন্যতম বড় কৃতিত্ব। অন্যদিকে, রবিচন্দ্রন অশ্বিন নেন তিনটি উইকেট। তবে দ্বিতীয় দিনে এই মুহূর্তে ১২৫ রানে সাত উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছে ভারতীয় দল। ( স্কোরবোর্ডের আপডেট এই প্রতিবেদন লেখা পর্যন্ত )