বেঙ্গালুরুর বিপক্ষে বদলার ম্যাচ বাগানের, এক নজরে উভয়ের একাদশ

কিছুটা সময়ের অপেক্ষা মাত্র। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। যেখানে তাঁদের লড়াই করতে…

Mohun Bagan SG and East Bengal FC Footballer in ISL
কিছুটা সময়ের অপেক্ষা মাত্র। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। যেখানে তাঁদের লড়াই করতে হবে জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিপক্ষে। লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন বাগান কোচ জোসে মোলিনা‌। সেইমতো নিজের একাদশ সাজিয়েছেন তিনি। বলাবাহুল্য, চলতি আইএসএলের প্রথম লেগে কান্তিরাভা স্টেডিয়ামে এই দলের কাছেই নাস্তানাবুদ হতে হয়েছিল মেরিনার্সদের। সেই হতাশা ভুলে এবার যুবভারতীতে তিন পয়েন্ট পেতে মরিয়া জোসে মোলিনা‌।

অপরদিকে প্রথম লেগের মতো এই ম্যাচে ও জয় পেতে চাইবে সুনীল ছেত্রীরা। তবে বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান শেষ দুইটি ম্যাচে তাঁরা জয় না পেলেও ঘরের মাঠে জেসন কামিন্সরা যে কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটা ভাল মতই জানেন বেঙ্গালুরুর ফুটবলাররা। সেজন্য এই ম্যাচের আগে যথেষ্ট সাবধানী সকলে। বর্তমানে টুর্নামেন্টের লিগ শিল্ড জয়ের দৌড়ে খুব একটা না থাকলেও প্রতিপক্ষ দলকে ব্যাকফুটে ঠেলে দিতে এই ম্যাচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ তাঁদের কাছে। পাশাপাশি টিম পয়েন্ট নিয়ে শহর ছাড়তে পারলে অনেকটাই আত্মবিশ্বাস বাড়বে ফুটবলারদের।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Mohun Bagan Super Giant (@mohunbagansg)

এক নজরে এবার দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ। অন্যান্য দিনের মত আজও সবুজ-মেরুনের তিন কাঠির প্রহরী হিসেবে রয়েছেন বিশাল কাইথ। গত ম্যাচের চোট সমস্যা থাকলে ও এই ম্যাচের আগে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এই গোলরক্ষক। পাশাপাশি দলের রক্ষণভাগে অধিনায়ক শুভাশিস বসুর সঙ্গে থাকছেন যথাক্রমে দীপেন্দু বিশ্বাস, টম অলড্রেড, আলবার্তো রদ্রিগেজ। মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন দীপক টাংরি, আপুইয়া। দুই উইংয়ে থাকছেন লিস্টন কোলাসো এবং মনবীর সিং। আপফ্রন্টে তেজ বাড়ানোর জন্য থাকছেন গ্ৰেগ স্টুয়ার্ট এবং জেমি ম্যাকলারেন।

   

অপরদিকে, আজ ও বেঙ্গালুরুর গোলরক্ষক হিসেবে থাকছেন গুরপ্রীত সিং সান্ধু। রক্ষণভাগে থাকছেন নাওরেম রোশন সিং, রাহুল ভেকে, চিংলেসানা সিং এবং নিখিল পুজারী। মাঝমাঠে থাকছেন পেদ্রো কাপো, সুরেশ সিং এবং আলবার্তো নগুয়েরা। আপফ্রন্টে থাকছেন সুনীল ছেত্রী, রায়ান উইলিয়ামস এবং এডগার মেন্ডেজ।