অপরদিকে প্রথম লেগের মতো এই ম্যাচে ও জয় পেতে চাইবে সুনীল ছেত্রীরা। তবে বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান শেষ দুইটি ম্যাচে তাঁরা জয় না পেলেও ঘরের মাঠে জেসন কামিন্সরা যে কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটা ভাল মতই জানেন বেঙ্গালুরুর ফুটবলাররা। সেজন্য এই ম্যাচের আগে যথেষ্ট সাবধানী সকলে। বর্তমানে টুর্নামেন্টের লিগ শিল্ড জয়ের দৌড়ে খুব একটা না থাকলেও প্রতিপক্ষ দলকে ব্যাকফুটে ঠেলে দিতে এই ম্যাচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ তাঁদের কাছে। পাশাপাশি টিম পয়েন্ট নিয়ে শহর ছাড়তে পারলে অনেকটাই আত্মবিশ্বাস বাড়বে ফুটবলারদের।
View this post on Instagram
এক নজরে এবার দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ। অন্যান্য দিনের মত আজও সবুজ-মেরুনের তিন কাঠির প্রহরী হিসেবে রয়েছেন বিশাল কাইথ। গত ম্যাচের চোট সমস্যা থাকলে ও এই ম্যাচের আগে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এই গোলরক্ষক। পাশাপাশি দলের রক্ষণভাগে অধিনায়ক শুভাশিস বসুর সঙ্গে থাকছেন যথাক্রমে দীপেন্দু বিশ্বাস, টম অলড্রেড, আলবার্তো রদ্রিগেজ। মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন দীপক টাংরি, আপুইয়া। দুই উইংয়ে থাকছেন লিস্টন কোলাসো এবং মনবীর সিং। আপফ্রন্টে তেজ বাড়ানোর জন্য থাকছেন গ্ৰেগ স্টুয়ার্ট এবং জেমি ম্যাকলারেন।
অপরদিকে, আজ ও বেঙ্গালুরুর গোলরক্ষক হিসেবে থাকছেন গুরপ্রীত সিং সান্ধু। রক্ষণভাগে থাকছেন নাওরেম রোশন সিং, রাহুল ভেকে, চিংলেসানা সিং এবং নিখিল পুজারী। মাঝমাঠে থাকছেন পেদ্রো কাপো, সুরেশ সিং এবং আলবার্তো নগুয়েরা। আপফ্রন্টে থাকছেন সুনীল ছেত্রী, রায়ান উইলিয়ামস এবং এডগার মেন্ডেজ।