চোট উপেক্ষা করে খেলেন এমবাপে, আলোনসোর ভবিষ্যৎ নিয়ে তোলপাড়

mbappe

রিয়াল মাদ্রিদের তৎকালীন কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎ বাঁচাতে গুরুতর চোটের ঝুঁকি নিয়েই মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপে(Mbappe injury), এমনই দাবি করেছে ইউরোপের একাধিক সংবাদমাধ্যম। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিরুদ্ধে খেলার সময় তিনি চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করেছিলেন বলে রিপোর্টে উল্লেখ।

Advertisements

সূত্র অনুযায়ী, এমবাপের হাঁটুতে তখন গুরুতর মচকানো চোট ছিল। ক্লাবের মেডিক্যাল টিম জানিয়েছিল, জানুয়ারির শেষের আগে তাঁর খেলা উচিত নয়। তবুও সৌদি আরবে অনুষ্ঠিত এল ক্লাসিকো ফাইনালে তিনি নিজেকে খেলার জন্য প্রস্তুত করেন। কারণ, ওই ম্যাচে হার মানেই আলোনসোর কোচ হিসেবে বিদায়—এটা এমবাপে বুঝতে পেরেছিলেন।

   

real-madrid-vs-levante-la-liga-2025-mbappe-double-vinicius-franco-shine

ফরাসি সংবাদমাধ্যম ল’ইকিপ–এর প্রতিবেদনে বলা হয়েছে, এমবাপে জানতেন এই ম্যাচ কার্যত আলোনসোর উপর এক ধরনের ‘চূড়ান্ত রায়’। কোচের সঙ্গে ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক থাকার কারণে তিনি শারীরিক যন্ত্রণা সত্ত্বেও মাঠে নামার সিদ্ধান্ত নেন। তাঁর আশা ছিল, নিজের উপস্থিতি হয়তো দলকে বার্সেলোনার বিরুদ্ধে জেতাতে পারে।

বাস্তবে তা হয়নি। ৩–২ ব্যবধানে বার্সেলোনার কাছে হার রিয়াল মাদ্রিদ, এবং সেই পরাজয়ের পরই আলোনসোর ভবিষ্যৎ কার্যত নিশ্চিত হয়ে যায়। ম্যাচের পর জানা যায়, এমবাপে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে খেলেছিলেন, যা তাঁর জন্য বড় বিপদের কারণ হতে পারত।

এই ঘটনাটি গুরুত্বপূর্ণ কারণ, আধুনিক ফুটবলে তারকা খেলোয়াড়দের উপর চাপ, কোচ–খেলোয়াড় সম্পর্ক এবং ফলাফলের তাৎক্ষণিক প্রভাব—সবকিছুই এখানে একসঙ্গে উঠে এসেছে। একটি ম্যাচের ফল যে কতটা বড় সিদ্ধান্ত নির্ধারণ করতে পারে, আলোনসোর বিদায় তারই উদাহরণ।

রিপোর্টে আরও বলা হয়েছে, আলোনসো নিজেও জানতেন তাঁর অবস্থান খুব দুর্বল। সেই কারণেই তিনি এমবাপেকে অন্তত ম্যাচের শেষদিকে নামানোর জন্য জোর দেন। তবে শেষ পর্যন্ত সেই ঝুঁকিপূর্ণ পরিকল্পনাও রিয়ালকে রক্ষা করতে পারেনি।

এই ঘটনার পর এমবাপের চোট ও তাঁর ভবিষ্যৎ ম্যাচ–ফিটনেস নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। ক্লাব সূত্রে জানা গেছে, এখন তাঁর পুনরুদ্ধার প্রক্রিয়ায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements