Mayank Agarwal: ভারতীয় দলের উপেক্ষিত ক্রিকেটারকে করা হল অধিনায়ক

ভারতীয় দল বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে। চলমান সিরিজের জন্য যেখানে একাধিক খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে আবারও হতাশ হয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মায়াঙ্ক…

mayank agarwal

ভারতীয় দল বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে। চলমান সিরিজের জন্য যেখানে একাধিক খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে আবারও হতাশ হয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। সফরে টেস্ট সিরিজের জন্য তাকে এবার উপেক্ষা করা হয়েছে। ভারতীয় দল থেকে ক্রমাগত উপেক্ষিত হওয়া সত্ত্বেও মায়াঙ্কের ধৈর্যের কোনও অভাব হয়নি। ভারতীয় দলে ফেরার জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন তিনি। এই পর্বে ঘরোয়া ক্রিকেটে বড় দায়িত্ব পেয়েছেন ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান। বুধবার আসন্ন রঞ্জি ট্রফির (Ranji Trophy)জন্য তাকে কর্ণাটকের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। প্রথম দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন তিনি।

Advertisements

আরও পড়ুন: Shubman Gill: ভারতের গলার কাঁটা হয়ে উঠেছে এই ব্যাটসম্যান!

   

আগরওয়ালকে আসন্ন মরসুমের জন্য কর্ণাটকের নেতৃত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ডেপুটি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সম্ভাবনাময় ব্যাটসম্যান নিকিন জোসে। ২০২২-২৩ ঘরোয়া মরসুমে আগরওয়ালের সেরা পারফরম্যান্স ছিল। দলের হয়ে নয় ম্যাচে ৮২.৫০ গড়ে ৯৯০ রান করেছেন তিনি। এ সময় তার ব্যাটে ছিল তিনটি সেঞ্চুরি ও ছয়টি হাফসেঞ্চুরি।

আসন্ন মরসুমে কর্ণাটক পাঞ্জাবের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। দ্বিতীয় ম্যাচে ১২ থেকে ১৫ জানুয়ারি আহমেদাবাদে গুজরাটের মুখোমুখি হবে তিনি।

কর্ণাটক একাদশ: মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), রবি কুমার সমর্থ, দেবদত্ত পাডিক্কল, নিকিন জোসে (সহ-অধিনায়ক), মনীশ পান্ডে, শুভাঙ্গ হেগড়ে, শরথ শ্রীনিবাস (উইকেটরক্ষক), বৈশাখ বিজয় কুমার, বাসুকি কৌশিক, বিদওয়াথ কাভেরাপ্পা, কে শশীকুমার, সুজয় সাতেরি (উইকেটরক্ষক), ডি নিসচল, এম ভেঙ্কটেশ, কিষাণ এস বেদারে, এসি রোহিত কুমার।