ভরতীয় ফুটবলে তিন মরসুম খেলার পর বড় ক্লাবে সুযোগ পেয়েছেন এক বিদেশি ফুটবলার। ৩৩ বছর বয়সী মার্কো লেসকোভিচ (Marko Leskovic) ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনের ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।
কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে টানা তিন মরসুমে খেলেছিলেন মার্কো লেসকোভিচ। ২০২১-২০২৪ মরসুমপর্যন্ত ইয়েলো আর্মির সদস্য ছিলেন তিনি। ব্লাস্টার্সের হয়ে খেলেছেন পঞ্চাশের কাছাকাছি ম্যাচ। একটি গোল-ও রয়েছে তাঁর নামের পাশে। ২০২১-২২ মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে রানার্স আপ হয়েছিল কেরালা ব্লাস্টার্স এফসি।
সেপ্টেম্বর-অক্টোবর মাসে চাপে পড়তে পারে Mohun Bagan
৩৩ বছর বয়সী ডিফেন্ডার মার্কো লেসকোভিচের ক্রোয়েশিয়ার জাতীয় দলের হয়েও খেলেছেন। এছাড়া ক্রোয়েশিয়ার অন্যতম সেরা ক্লাব ডায়নামো জাগ্রেবের হয়ে খেলেছিলেন বেশ কিছু ম্যাচ। ডায়নামোর হয়ে পঞ্চাশের বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এই ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরেই যোগ দিয়েছিলেন ইন্ডিয়ান সুপার লিগের দলে।
Marko Lešković potpisao je ugovor s nogometnim klubom Slaven Belupo do ljeta 2026. godine. Rođeni Našičanin tako će braniti naše boje od nove sezone. 📃🖋🤝
Marko, dobro došao i sretno! 😊💙💪 pic.twitter.com/8y8JJbuOZo
— NK Slaven Belupo (@nkslavenbelupo) June 22, 2024
ইংল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়া বধ! একের পর এক চমক দেখাচ্ছে আফগানিস্তান
বয়স তিরিশের বেশি হলেও এখনও ডিফেন্সে নির্ভরতা দিতে পারেন মার্কো। গত মরসুমে ক্রোয়েশিয়ার ফুটবল লিগে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি NK Slaven Belupo FC। ৩৬ ম্যাচে ৬৯টি গেল হজম করেছিল দল। পরাজিত হয়েছিল ২১ ম্যাচ। দশ দলের লিগ ক্রম তালিকার নয় নম্বরে ছিল ক্লাব। মার্কো লেসকোভিচকে দলে নিয়ে রক্ষণ মজবুত করতে চাইছে ক্রোয়েশিয়ার এই ক্লাব।