ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মার্ক জোথানপুইয়া, কবে ফিরবেন মাঠে?

গত শনিবার সন্ধ্যায় মহামেডান ম্যাচের মধ্য দিয়ে ইন্ডিয়ান সুপার লিগে খাতা খুলেছে ইমামি ইস্টবেঙ্গল। সেই ম্যাচের প্রথমদিকেই লাল কার্ড দেখতে হয় দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার…

East Bengal, Mark Zothanpuia

গত শনিবার সন্ধ্যায় মহামেডান ম্যাচের মধ্য দিয়ে ইন্ডিয়ান সুপার লিগে খাতা খুলেছে ইমামি ইস্টবেঙ্গল। সেই ম্যাচের প্রথমদিকেই লাল কার্ড দেখতে হয় দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার তথা নন্দকুমার সেকার এবং নাওরেম মহেশ সিংকে। যারফলে ব্যাপক চাপে পড়ে গিয়েছিল ময়দানের এই প্রধান। তবে শেষ পর্যন্ত অনবদ্য ডিফেন্স করে এক পয়েন্ট ছিনিয়ে নেয় অস্কার ব্রুজনের ছেলেরা। তাঁদের এই লড়াই নিঃসন্দেহে মন জয় করেছে সকল সমর্থকদের।এখন সাময়িক বিরতি। তারপরেই চলতি মাসের শেষে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামবে লাল-হলুদ।

Also Read | ভারতে ‘ভিএআর’ প্রযুক্তি বিতর্কে ‘বিস্ফোরক’ নর্থইস্ট ইউনাইটেড কোচ 

   

তাঁর আগে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে ছন্দে ফেরাই অন্যতম লক্ষ্য থাকবে ক্লেটন সিলভা থেকে শুরু করে সাউল ক্রেসপোদের। কিন্তু এক্ষেত্রে দলকে সমস্যা ফেলবে কার্ড সমস্যার পাশাপাশি ফুটবলারদের চোট আঘাতের সমস্যা। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ আগেই এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে গিয়ে চোটের কবলে পড়তে হয়েছিল দলের স্প্যানিশ ফুটবলার হেক্টর ইউস্তেকে‌। বর্তমানে নিজের দেশে ফিরে গিয়ে চিকিৎসা চালাচ্ছেন এই ফুটবলার। যারফলে হিজাজি মাহেরের পাশাপাশি দেশীয় ব্রিগেডের উপরেই ভরসা রাখছেন অস্কার।

Also Read | Kolkata Football : ফের একসাথে প্রতিবাদে ময়দানের তিন প্রধান, কোন দাবিতে জানুন 

এছাড়াও সেই তালিকায় রয়েছে ভারতীয় তারকা মার্ক জোথানপুইয়ার (Mark Zothanpuia ) নাম। উল্লেখ্য, গত ডার্বি ম্যাচে শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টের সাথে খেলতে গিয়ে চোটের কবলে পড়তে হয়েছিল এই তরুণ ডিফেন্ডারকে। যারফলে ম্যাচ শেষে সতীর্থ ফুটবলারদের কাঁধে হাত রেখেই যুবভারতী ক্রীড়াঙ্গন ছেড়েছিলেন জোথানপুইয়া। সেই সময় তেমন কিছু বোঝা না গেলেও পরবর্তীতে সামনে আসে চোটের পরিস্থিতি। যারফলে বেশ কয়েক সপ্তাহের জন্য ছিটকে যেতে হয়েছিল এই তারকাকে‌। তবে সময় এগোনোর সাথে সাথেই ক্রমশ সুস্থ হয়ে উঠছেন এই তিনি।

সম্প্রতি সোশ্যাল সাইটে নিজেকে প্রস্তুত করার একটি ছবিও স্ট্যাটাসে দিয়েছিলেন তিনি। যা সহজেই নজর কেড়েছিল ইস্টবেঙ্গল সমর্থকদের। এই স্ট্যাটাস দেখে অনেকেই মনে করছেন যে খুব শীঘ্রই মাঠে ফিরতে চলেছেন এই দাপুটে ফুটবলার।