ইস্টবেঙ্গল ছাড়ার প্রসঙ্গে কি বললেন জোথানপুইয়া ?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: অক্টোবরের প্রথম দিনে আর ও এক ফুটবলারকে বিদায় জানিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। তিনি মার্ক জোথানপুইয়া‌। বছর কয়েক আগেই আইএসএল জয়ী ক্লাব…

Mark Zothanpuia Gears Up for Comeback with East Bengal in New Season

সায়ন সেনগুপ্ত, কলকাতা: অক্টোবরের প্রথম দিনে আর ও এক ফুটবলারকে বিদায় জানিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। তিনি মার্ক জোথানপুইয়া‌। বছর কয়েক আগেই আইএসএল জয়ী ক্লাব তথা হায়দরাবাদ এফসি থেকে তাঁকে দলে নিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছেই। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ফুটবলার। ডুরান্ড কাপের পর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে মাত্র হাতেগোনা কয়েকটি ম্যাচ খেলতে পেরেছিলেন মাঝমাঠের এই তারকা। তারপরেই চোটের কবলে পড়তে হয়েছিল তাঁকে।

Advertisements

Also Read | গুরু-শিষ্যর ভাংড়া নাচের ভাইরাল ভিডিও দেখুন

   

ফিরে আসতে লেগে গিয়েছিল প্রায় অনেকটা সময়। যারফলে ইন্ডিয়ান সুপার লিগের বাকি ম্যাচ গুলিতে আর খেলা সম্ভব হয়নি তাঁর পক্ষে। পরবর্তীতে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর তত্ত্বাবধানে সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। খেয়ে নিয়ে যথেষ্ট হতাশ ছিলেন সকলে। পাশাপাশি নতুন মরসুমে অস্কারের এই ফুটবল দলে চিনি যে খুব একটা সুযোগ পাবেন না সেই ইঙ্গিত আগেই পেয়েছিল ম্যানেজমেন্ট। স্বাভাবিকভাবেই তার সঙ্গে চুক্তি ছিন্ন করার পরিকল্পনা ছিল ইস্টবেঙ্গলের। সেটাই হয়েছে শেষ পর্যন্ত।

Also Read | রবিবার মহারণ! বাংলাদেশের কাছে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান

নিজের প্রাক্তন দল নিয়েই এবার মুখ খুললেন মার্ক জো। নিজের সোশ্যাল সাইটে লাল-হলুদের জার্সিতে ছবি আপলোড করে তিনি লেখেন, ” ইস্টবেঙ্গল এফসিতে আমার সময়টা ছিল এক অবিশ্বাস্য অধ্যায়। যেখানে আমি অনেক কিছু শিখেছি এবং বেড়ে উঠেছি, একজন খেলোয়াড় এবং একজন ব্যক্তি উভয় হিসেবেই। আমার সতীর্থ, কোচ, পুরো সাপোর্ট স্টাফ এবং অবশ্যই অসাধারণ সমর্থকদের প্রতি অনেক ধন্যবাদ যাদের আবেগ এই ক্লাবটিকে এত বিশেষ করে তুলেছে। সকল ভালোবাসা এবং সুযোগের জন্য আমি কৃতজ্ঞ।”

নতুন সিজনের জন্য এবার স্টিফেন ডায়াসের জামশেদপুর এফসিতে যোগদান করেছেন এই ফুটবলার। সেখানেই নিজের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকবে এই মিজো তারকার।