AUS vs PAK: যেন কুমিরের চোয়াল… পাকিস্তানের ক্যাচ মিস দেখে বললেন মার্ক ওয়াহ

Mark Waugh

তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ, অস্ট্রেলিয়া সফরে রয়েছে পাকিস্তান দল (AUS vs PAK)।  মেলবোর্নে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। এই ম্যাচে পাকিস্তানের দল পার্থের চেয়ে কিছুটা ভালো ক্রিকেট খেলছে, কিন্তু তাদের ফিল্ডারদের অবস্থা ঠিক একই রকম, যেমনটা প্রতিটি ম্যাচেই হয়। এই ম্যাচের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৩১৮ রানের জবাবে ২৬৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান দল। এরপর শাহিন শাহ আফ্রিদি ও মীর হামজা মিলে মাত্র ১৬ রানে অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার দারুণ চেষ্টা করেন।

Advertisements

আরও পড়ুন:  Shubman Gill: ভারতের গলার কাঁটা হয়ে উঠেছে এই ব্যাটসম্যান!

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে তাদের ব্যাকফুটে ঠেলে দেয় পাকিস্তান। এরপর আমের জামালের একটি বলও মিচেল মার্শকে আউট করতে যাচ্ছিল, কিন্তু স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার আবদুল্লাহ শফিক খুব সহজ ক্যাচটি ধরতে পারেননি। আর এরপর মিচেল মার্শ শুধু ক্রিজেই থাকেননি, হাফ সেঞ্চুরি করে দ্রুত অস্ট্রেলিয়ার ইনিংসও আরও দীর্ঘায়িত করেন। মিচেল মার্শের ক্যাচ ধরা পড়লে হয়তো দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার দল ১০০ রানে গুটিয়ে যেতে পারত, আর পাকিস্তানও এই ম্যাচে জিততে পারত। পাকিস্তানি ফিল্ডার আবারও খুব সহজ ক্যাচ ছেড়ে দেওয়া প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক ওয়াহ মন্তব্য করেছেন যে দেখে মনে হচ্ছে যেন একটি কুমির তার চোয়াল দিয়ে বল ধরার চেষ্টা করছে।

Advertisements

এখন দেখার বিষয়, মিচেল মার্শকে কতক্ষণ আউট করে পাকিস্তান দল, আর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া কত রানের লিড নিতে পারে। এই খবর লেখার সময় অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল এবং তাদের লিড ছিল ১৬১ রান।