ISL: মুম্বই ম্যাচে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ মারিও রিভেরার 

Mario Rivera

ইন্ডিয়ান সুপার লিগের(ISL) লাস্ট বয়ের তকমা লাল হলুদ জার্সি থেকে মুছল না এসসি ইস্টবেঙ্গলের। গত মঙ্গলবার মুম্বই সিটি এফসির কাছে ১-০ গোলে হেরে গিয়েছে মারিও রিভেরার লাল হলুদ ব্রিগেড। অন্যদিকে, রফিকদের বিরুদ্ধে জিতে মুম্বই সিটি এফসি তিন পয়েন্টের সুবাদে ISL”র লিগ টেবিলে এখন উঠে আসল চার নম্বরে। ম্যাচ শেষে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এসে খেলার রেফারিং’র মান নিয়ে প্রশ্ন তুললেন এসসি ইস্টবেঙ্গল হেডকোচ মারিও রিভেরা।

প্রেস মিটে রিভেরা মুম্বই ম্যাচে রেফারিং’র মানকে তুলোধোনা করে বলেন,”তবে আজকের ম্যাচে হার আমাদের প্রাপ্য ছিল না। অনেক সুযোগ পেয়েছি আমরা। দু-একটা পেনাল্টিও প্রাপ্য ছিল আমাদের। খুবই হতাশ।”

   

মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে খেলার প্রথমার্ধে আটোসাটো পারফরম্যান্স ছিল লাল হলুদ খেলোয়াড়দের,আক্রমণে ঝাঝ ছিল। ৫১ মিনিটে বিপিন সিং’র বিশ্বমানের গোলে এগিয়ে যায় মুম্বই। এরপর বল পায়ে গোলের দরজা খোলার জন্য আক্রমণে উঠলেও গোল করতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। মুম্বই’র বিরুদ্ধে লাল হলুদ ব্রিগেডের গোটা পারফরম্যান্সের তুল্যমূল্য বিচার করলে লড়েছে রিভেরার ছেলেরা। গোল করার সুযোগ পেলেও ফিনিশারের অভাব স্কোরিং মুহুর্তে বারে বারে প্রকট হয়ে উঠেছিল। এককথায়, বল পায়ে শেষ মুহুর্তে স্কোরিং পারফর্মারের অভাবে গোল আসেনি, মুম্বই’র সিটি এফসি’র বিরুদ্ধে। 

এই প্রসঙ্গে এসসি ইস্টবেঙ্গল হেডকোচ মারিও রিভেরার সাফ কথা,”আজকের ম্যাচে অনেক কিছুই ভাল করেছে ছেলেরা। পরের দুটো ম্যাচেও এই ফর্ম ধরে রাখতে হবে। “

গত মঙ্গলবার PJN স্টেডিয়ামে ফতোর্দাতে, লাল হলুদ শিবিরের খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ এবং পারফরম্যান্স সমর্থকদের মধ্যে কিঞ্চিৎ আশার আলো ফুটিয়ে তুলেছিল। কিন্তু ওই আশার আলো গোল না পাওয়াতে নিভে যায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন