ISL : চেন্নাই ম্যাচ নিয়ে খেলোয়াড়দের মানসিকতা প্রসঙ্গে বিতর্কিত দাবি মারিও রিভেরার

চলতি ইন্ডিয়ান সুপার লীগের (ISL) ২০২১-২২ সেশনের ২৯ জানুয়ারি, বিগত শনিবারের দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-৩ গোলে জিতেছে ATK মোহনবাগান। এই…

চলতি ইন্ডিয়ান সুপার লীগের (ISL) ২০২১-২২ সেশনের ২৯ জানুয়ারি, বিগত শনিবারের দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-৩ গোলে জিতেছে ATK মোহনবাগান। এই টুর্নামেন্টের প্রথম লেগের ডার্বি ম্যাচ জিতেছিল মেরিনার্সরা,সঙ্গে গত ISL মরসুমের দুই ডার্বি ম্যাচ জেতে সবুজ মেরুন ব্রিগেড।

এরই পাশাপাশি ২০২০ সালের ১৯ জানুয়ারি আই লিগের ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে দেয় মোহনবাগান । টানা ৫ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন, যা ভারতীয় ফুটবলে ইতিহাসতো বটেই, সঙ্গে চলতি ISL টুর্নামেন্টে টানা ৪ ডার্বি ম্যাচ জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে মেরিনার্সরা।

   

এমন আবগে বুধবার, লাল হলুদ ব্রিগেড খেলতে নামছে চেন্নাইন এফসি’র বিরুদ্ধে,তিলক ময়দানে।
এই ম্যাচ নিয়ে এসসি ইস্টবেঙ্গল হেডকোচ মারিও রিভেরার মন্তব্য রীতিমতো চাঞ্চল্যকর। স্প্যানিয়ার্ড ‘জাদুকর’ চেন্নাই ম্যাচ নিয়ে দলের খেলোয়াড়দের মানসিকতা প্রসঙ্গে বলেন, “একটি দলের আত্মবিশ্বাস ফলাফলের চেয়ে পারফরম্যান্সের সাথে বেশি সম্পর্কিত। কখনও কখনও আপনি ভাল খেলতে পারেন এবং হারতে পারেন এবং উল্টোটাও করতে পারেন। আমাদের পারফরম্যান্স ফলাফলের তুলনায় অনেক ভালো তাই খেলোয়াড়রা মানসিকভাবে ভালো জায়গায় আছে।”

ISL পয়েন্ট টেবিলে এসসি ইস্টবেঙ্গল ১০ নম্বর থেকে আবার লাস্ট বয় হয়ে গিয়েছে,১১ নম্বর।১৪ ম্যাচে ৯ পয়েন্ট। এই ১৪ ম্যাচের মধ্যে লাল হলুদ ব্রিগেড ১ ম্যাচ জিতেছে এফসি গোয়ার বিরুদ্ধে এবং ৬ ম্যাচ ড্র ও ৭ ম্যাচে হারের মুখ দেখেছে। সেশনের শুরুতে হোসে মানুয়েল দিয়াজের হাতে দলের কম্যান্ড ছিল।টানা ৮ ম্যাচে জয়ের মুখ না দেখে সরে যান দিয়াজ। তিন ম্যাচের টার্মশিপে অন্তবর্তীকালীন হেডকোচ রেনেডি সিং এসসি ইস্টবেঙ্গল ফুটবলারদের মানসিকতাতে বদল ঘটালেও অভিমানে তল্পিতল্পা গুটিয়ে গোয়াতে লাল হলুদ ব্রিগেডের টিম হোটেল ছেড়ে বেরিয়ে যান।কেননা লাল হলুদ শিবিরে থাকতে গেলে নতুন স্প্যানিয়ার্ড হেডকোচ মারিও রিভেরার সহকারী হিসেবে রেনেডি সিং, যিনি প্রাক্তন ভারত অধিনায়কও বটে এমনই অপমানজনক শর্ত সামনে আনা হয়েছিল। তাই সম্প্রতি বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েও নিজের মা এবং সহধর্মিণীকে বাড়িতে রেখে শুধুমাত্র লাল হলুদ জার্সির টানে, সমর্থকদের আবেগের প্রিয় ক্লাবকে ISL টুর্নামেন্টে ওপরের দিকে তোলার জন্য লড়াই’র ময়দানে ফিরে এসেছিলেন।এটাকেই বলে খেলার প্রতি ডেডিকেশন, অবসর নেওয়ার পরেও।

লাল হলুদের প্রাক্তনীরাও রেনেডি সিং’র কোচিং’র তারিফ করে বলেছিলেন,”আগেই দরকার ছিল রেনেডি সিং’র সার্ভিস দলের জন্য।” শেষ পর্যন্ত অবশ্য হেডকোচ মারিও রিভেরা আর রেনেডি সিং এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং সম্প্রতি ভারতীয় ফুটবল টিমের চির আইকন এবং প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুং ভুটিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা সামাজিক মাধ্যমে ভাইরাল।

অন্যদিকে, মারিও রিভেরা এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে নাওরেম মহেশ সিং’র জোড়া গোলে ভর করে চলতি ISL সেশনের প্রথম জয় এনে দেওয়ার পর হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ০-৪ গোলে হার এবং ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের কাছে লজ্জার পরাজয়,সৌজন্যে বড়ো ম্যাচের ‘হ্যাটট্রিক বয়’ কিয়ান নাসিরির অতিরিক্ত ছয় মিনিটে ব্যাক টু ব্যাক দু’গোলের তাণ্ডব নৃত্য ৯৩,৯৪ মিনিটে। ডার্বি ম্যাচে গোল করে এগিয়ে থেকেও অতিরিক্ত শেষ ৬ মিনিটে “এক পয়েন্ট নেওয়ার লক্ষ্য স্থির করে নেওয়া” “মানসিকতা” নিয়ে এমনই বিস্ফোরক দাবি এসসি ইস্টবেঙ্গল লেফট ব্যাক হীরা মণ্ডলের। আর বুধবারের চেন্নাইন এফসির বিরুদ্ধে ম্যাচ প্রসঙ্গে দলের খেলোয়াড়দের “মানসিকতা” নিয়ে লাল হলুদ জনতার দেওয়া সম্মান “The real magician” হেডকোচ মারিও রিভেরার বলছেন,”দলের খেলোয়াড়রা মানসিকভাবে ভালো জায়গায় আছে।” প্রেস্টিজিয়ার্স ডার্বি ম্যাচের অতিরিক্ত ৬ মিনিট জুড়ে এসসি ইস্টবেঙ্গল ফুটবলারদের মানসিকতা এখন দিনের আলোর মতো ঝলমলে পরীক্ষিত। এরপরেও দলের খেলোয়াড়দের “মানসিকতা” প্রসঙ্গে মুখ খুলে লাল হলুদ হেডস্যার মারিও রিভেরা এই ইস্যুতে বিতর্কের জল আরও বেশি করে ছড়িয়ে দিলেন।কারণ টিম থেকে নিজের পাততাড়ি গোটানোর সময় চলে এসেছে এটা বুঝে গিয়েছেন মারিও রিভেরা। তাই আগেভাগেই নিজেই হেডকোচ পদ থেকে প্রস্থানের পথকে মসৃণ করে তোলার কৌশলী চাল হল দলের খেলোয়াড়দের “মানসিকতা” ইস্যুকে সামনে তুলে আনা।