ISL: মুম্বই ম্যাচের আগে দার্শনিক ভঙ্গিতে ‘স্প্যানিয়ার্ড জাদুকর’

mario rivera

নিজেদের শেষ ম্যাচ, ভ্যালেন্টাইন ডে’তে ১৪ ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্স এফসি’র কাছে সিপোভিচের করা একমাত্র গোলে হেরে যায় লাল হলুদ ব্রিগেড,০-১ স্কোরলাইনে।সাত দিনের ব্যবধানে খেলতে নামছে ISL’র লাস্ট বয় এসসি ইস্টবেঙ্গল, মঙ্গলবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে।

তার আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে দার্শনিক ভঙ্গিতে মারিও রিভেরার জবাব দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে,”প্রতি ম্যাচের পর আমরা ম্যাচ বিশ্লেষণ করি। আমরা ভুলগুলো চিহ্নিত করে সংশোধন করার চেষ্টা করি এবং ভালো জিনিসগুলোকে রাখার চেষ্টা করি।” লাল হলুদের প্রাক্তনী থেকে শুরু করে জনতার কাছে ‘ঢোপে টিকবে’ কিনা রিভেরার সোমবারের এই মন্তব্য, তা নিয়ে বিতর্ক থাকবে। 

   

প্রসঙ্গত, মুম্বই’র বিরুদ্ধে PJN স্টেডিয়াম ফতোর্দাতে এমন সময়ে লাল হলুদ ব্রিগেড খেলতে নামবে যখন ইন্ডিয়ান সুপার লিগে(ISL) শেষ মুহুর্তে এখন কিছুই বিশেষ করার নেই। ‘মহার্ঘ্য’ তিন পয়েন্টে লক্ষ্যে টিম মাঠে নামবে মারিও রিভেরা জোরের সাথে মুম্বই সিটি এফসি ম্যাচের আগে বললেও তা শুনে ঢোক গিলতে বাধ্য হচ্ছে লাল হলুদ জনতা। 

কেননা, ১৭ ম্যাচে ১০ পয়েন্ট এসসি ইস্টবেঙ্গলের,শুধুমাত্র এফসি গোয়ার বিরুদ্ধে জয় পেয়েছে মারিও রিভেরার কোচিং লাল হলুদ শিবির, নাওরেম মহেশ সিং’র জোড়া গোলে।ওই পর্যন্তই!৭ ম্যাচ ড্র এবং ৯ ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে চলতি ISL টুর্নামেন্টে রিভেরার ছেলেরা। এমন পরিসংখ্যান চোখের সামনে থাকলে জয়ের লক্ষ্যে টিম খেলতে নামবে এমন মন্তব্য অবশ্যই মারিও রিভেরার সাহসী কোচিং স্টাইলকে স্যালুট জানাতে হয়। মুম্বই সিটি এফসি দল পয়েন্ট টেবিলে ৫ নম্বরে,১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে। এসসি ইস্টবেঙ্গলকে হারাতে পারলেই মুম্বই দল ISL’র প্রথম চার দলের তালিকাতে জায়গা করে নেবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন