HomeSports NewsMario Balotelli : বিস্ময় গোলে অবাক করলেন বালোতেল্লি, দেখুন ভিডিও

Mario Balotelli : বিস্ময় গোলে অবাক করলেন বালোতেল্লি, দেখুন ভিডিও

- Advertisement -

একসময় ইতালির ফুটবলের (Football) ভবিষ্যত তারকা মনে করা হতো তাকে, দাপটের সাথে বিশ্বের প্রথম সারির ফুটবল লিগ গুলো’তে খেললেও তারপর কোথায় যেনো হারিয়ে গেলেন মারিও বালোতেল্লি (Mario Balotelli)। তবে কেনো তাকে ভবিষ্যতের সুপারস্টার হিসেবে ভাবছিলেন ফুটবল বিশেষজ্ঞরা, তা সম্প্রতি ফের আরেকবার প্রমাণ দিলেন তিনি বিস্ময় গোলে।

সোমবার তুরস্কের সুপার লিগে শেষ ম‍্যাচে খেলতে নেমেছিলো আদানা ডেমিরস্পোর।বর্তমানে এই ডেমিরস্পোরের হয়েই খেলেন বালোতেল্লি।শেষ ম‍্যাচে এমন এক গোল করলেন এই ইতালির ফুটবলার, তা দেখে অবাক হয়েছে গোটা বিশ্ব।ম‍্যাচে গজটেপের ডিফেন্ডারদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন বালোতেল্লি।

   

 

বিপক্ষে’র পেনাল্টি বক্সে ঢুকে একের পর এক ডিফেন্ডার’দের বোকা তো বানালেন’ই,তার পাশাপাশি রাবোনা শটে গোলকিপার’কে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালে।

বালোতেল্লি’র এই গোল দেখে অবাক হয়েছে গোটা ফুটবল বিশ্ব।ইতিমধ্যে অনেকেই এই গোল’কে পুসকাস পুরস্কার পাওয়ার তালিকায় অন‍্যতম যোগ‍্য দাবীদার বলে মনে করছেন।এই চোখ ধাঁধানো গোলটি করা ছাড়াও ম‍্যাচে আরও চারটি গোল করেছিলেন বালোতেল্লি।

<

p style=”text-align: justify;”>ম‍্যাচে গজটেপকে মোট ৭ গোলে হারিয়েছে আদানা।গোটা মরশুমে এই ক্লাবের হয়ে ১৮ টি গোল এবং চারটি অ্যাসিস্ট করেছেন বালোতেল্লি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular