মহামেডান স্পোর্টিংয়ের এই প্রাক্তন তারকাকে দলে টানল ত্রিসূর

সায়ন সেনগুপ্ত, কলকাতা: নয়া মরসুমের জন্য বহু আগে থেকেই নিজেদের পরিকল্পনা সাজাতে শুরু করেছিল ক্লাবগুলি। দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের পাশাপাশি দ্বিতীয় ডিভিশন…

marcus joseph Kolkata24x7 Bengali Sports News

সায়ন সেনগুপ্ত, কলকাতা: নয়া মরসুমের জন্য বহু আগে থেকেই নিজেদের পরিকল্পনা সাজাতে শুরু করেছিল ক্লাবগুলি। দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের পাশাপাশি দ্বিতীয় ডিভিশন লিগ তথা আইলিগের দলগুলিও ব্যাপক সক্রিয়তা দেখাতে শুরু করে। তারপর ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই একের পর এক চমক দিতে শুরু করে প্রত্যেকে। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি নির্বাচনে ও যথেষ্ট বৈচিত্র্য লক্ষ্য করা যায় প্রতিটি ক্ষেত্রে। তবে খুব একটা পিছিয়ে ছিল না দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট তথা সুপার লিগ কেরালা।

মাল্লপুরম এফসি থেকে শুরু করে কালিকট এবং ত্রিসূর। একাধিকবার উঠে আসতে শুরু করে এই দলগুলি নাম। ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি আই লিগের বহু ফুটবলার এবার যুক্ত হয়েছেন এই টুর্নামেন্টে। এমনকি কলকাতা ময়দানের তিন প্রধান তথা ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের বহু প্রাক্তন ফুটবলার এবার অংশ নিয়েছেন দক্ষিণের এই ফুটবল লিগে। উল্লেখ্য, গত কয়েক মাস আগেই রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভকে দলের দায়িত্ব তুলে দিয়েছে ত্রিসূর ম্যাজিক এফসি। বছর কয়েক আগে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে আইলিগ চ্যাম্পিয়ন করেছিলেন এই বিদেশি ম্যানেজার।

   

শেষ সিজনে দলের হয়ে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি। কিন্তু এবার নতুন দায়িত্ব। তাঁর নির্দেশ মতোই এই নয়া দলে যুক্ত করা হয়েছে একাধিক ফুটবলারদের। এবার সেই তালিকায় যুক্ত হল ত্রিনিদাদীয় ফরোয়ার্ড মার্কাস জোসেফকে। একটা সময় রেড রোডের ফুটবল ক্লাব তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে যথেষ্ট নজর কেড়েছিলেন এই বিদেশি ফুটবলার। তারপর বেশ কয়েক বছর বিদেশের বিভিন্ন ক্লাবে খেলার পর গত সিজনে ফিরে আসেন ভারতে। যোগদান করেন আইলিগের ফুটবল দল ডেম্পো স্পোর্টস ক্লাবে। সেখানে দলের হয়ে খেলেছিলেন মাত্র নয়টি ম্যাচ।

Advertisements

যার মধ্যে ১০টি গোলের পাশাপাশি ৪টি অ্যাসিস্ট ছিল এই ফুটবলারের। তবে এবার কেরালার ফুটবল লিগে নিজেকে আদৌও কতটা মেলে ধরতে পারেন সেদিকেই নজর থাকবে সকলের।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News