চলতি বছরে আইএসএলের শেষ ম্যাচে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দলের কাছে পরাজিত হতে হয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলকে। যার দরুণ এবার পয়েন্ট টেবিলের প্রথম চারের বাইরে চলে গিয়েছে ময়দানের এই প্রধান। নতুন বছর থেকেই এবার ঘুরে দাঁড়ানোর ভাবনা রয়েছে তাদের সকলের।
চলতি মরশুমে ডুরান্ড জয় করার পর দাপুটে পারফরম্যান্স দিয়ে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করলেও বর্তমানে একেবারেই ছন্দে নেই সবুজ-মেরুন ব্রিগেড। গত মুম্বাই ম্যাচ থেকে শুরু করে পরবর্তীতে মানালো মার্কেজের এফসি গোয়ার বিপক্ষে পরাজিত হতে হয় তাদের। তারপর কেরালা ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেখানেও জোর ধাক্কা লাগে শুভাশিসদের। এছাড়াও এএফসি কাপের মতো ফুটবল টুর্নামেন্ট থেকে শুরুতেই বিদায় নিতে হয়েছে তাদের।
যা নিয়ে প্রবল হতাশ দলের সমর্থকরা। গত ফুটবল সিজনে এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে পৌঁছতে সক্ষম হলেও এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। সেজন্য এবার নিজেদের সমস্ত ভুলভ্রান্তি শুধরে নেওয়ার জন্য উইন্টার ট্রান্সফার ইউন্ডোর দিকে নজর রয়েছে বাগানের। উল্লেখ্য, গত কয়েকমাস বিদেশের এক ফুটবল ক্লাবে অনুশীলন করেছেন বাগানের পুরোনো তারকা জনি কাউকো। সব ঠিকঠাক থাকলে আসন্ন জানুয়ারীতে তিনি ফিরতে চলেছেন দলে। তার আগমনে বাগান যে বাড়তি শক্তি পাবে তা বলার অপেক্ষা রাখে না।
এছাড়াও তার পাশাপাশি বাগানের বর্তমান তারকা জেসন কামিন্সের প্রাক্তন দল অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের দাপুটে ফরোয়ার্ড মার্কো টুলিওর দিকে ও নজর রাখতে শুরু করেছিল ম্যানেজমেন্ট। পূর্বে ও মরশুম শুরু হওয়ার আগে এই তারকার সঙ্গে কথাবার্তা শুরু করেছিল ক্লাব। কিন্তু ট্রান্সফার ফি সহ একাধিক বিষয়ের দরুণ তা আর এগোয়নি। তবে এবার যথেষ্ট ইতিবাচক ছিল সমস্ত কিছু।
কিন্তু এবার ও কাজে আসল না কোনোকিছু। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, গতকাল রাতের দিকেই নাকি জে ওয়ান লিগের ক্লাব কোয়োটো সাঙ্গার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন মার্কো। যার দরুণ আগামী বেশ কয়েকটি মরশুমে ও এই ফুটবল লিগে খেলতে চলেছেন এই দাপুটে ফুটবলার।