HomeSports Newsমনবীরের গোলে সমতায় ফিরল সবুজ-মেরুন, মাঠে এসেছেন দীপক

মনবীরের গোলে সমতায় ফিরল সবুজ-মেরুন, মাঠে এসেছেন দীপক

- Advertisement -

Mohun Bagan vs Odisha FC: নির্ধারিত সূচি অনুযায়ী আজ সন্ধ্যায় টুর্নামেন্টের অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হচ্ছে শক্তিশালী ওডিশা এফসির সঙ্গে। ঘরের মাঠে সার্জিও লোবেরার ছেলেরা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই সবদিক মাথায় রেখেই নিজের একাদশ সাজিয়েছিলেন বাগান কোচ জোসে মোলিনা‌। যেখানে প্রথম থেকেই ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য রাখতে দেখা যায় অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে। পাশাপাশি গ্ৰেগ স্টুয়ার্টের‌ অনুপস্থিতিতে দলের বাড়তি দায়িত্ব সামাল দিতে দেখা যায় আরেক অজি তারকা দিমিত্রি পেত্রাতোসকে।

তবে ম্যাচের শুরুটা খুব একটা মধুর হয়নি মেরিনার্সদের। আসলে প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক থাকলে দেখা গিয়েছে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবকে। যারফল ও মিলেছে হাতেনাতে। ম্যাচের ৪ মিনিটের মাথায় বাগানের প্রাক্তন তারকা হুগো বুমোসের করা গোলে এগিয়ে যায় ওডিশা। সেটা নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছিল দলের ফুটবলারদের। তবে এই পরিস্থিতিতে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি সবুজ-মেরুন ব্রিগেড। তবে বারংবার তাঁদের আটকে যেতে হচ্ছিল মুর্তাজা ফল থেকে শুরু করে সেভিয়ার গামাদের কাছে।

   

কিন্তু সেই জমাটবাঁধা রক্ষণ ভেদ করে অনায়াসেই গোল তুলে নেয় সবুজ-মেরুন। ম্যাচের ৩৬ মিনিটের মাথায় প্রতিপক্ষ দলকে নাস্তানাবুদ করে দলকে সমতায় ফেরান ভারতীয় ফরোয়ার্ড মনবীর সিং। তারপর থেকেই যথেষ্ট রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যায় দুই দলের ফুটবলারদের। যারফলে প্রথমার্ধের শেষে বজায় থাকে ১-১ গোলের অমীমাংসিত ফলাফল। দ্বিতীয়ার্ধে গোল করে ছন্দে ফেরাই অন্যতম লক্ষ্য মোহনবাগানের।

অন্যদিকে, নিজেদের ঘরের মাঠে পুরো পয়েন্ট পেতে মরিয়া ওডিশা এফসি। সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের বেশ কিছুটা এগিয়ে আসতে পারে এই ফুটবল ক্লাব। অপরদিকে, অনিরুদ্ধ থাপাকে বসিয়ে পরিবর্ত হিসেবে দীপক টাংড়িকে মাঠে নামান বাগান কোচ। শেষ পর্যন্ত আদৌও জয় আসে কিনা সেটাই দেখার।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular