Home Sports News মনুর বক্তব্যে শুরু নতুন বিতর্ক, নিশানায় কে?

মনুর বক্তব্যে শুরু নতুন বিতর্ক, নিশানায় কে?

0
মনুর বক্তব্যে শুরু নতুন বিতর্ক, নিশানায় কে?

ভারতীয় ক্রীড়াঙ্গনে (Indian Sports) এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে মনু ভাকেরের (Manu Bhaker) খেলরত্ন পুরস্কার (Khel Ratna Award) নিয়ে পরিস্থিতি। অলিম্পিকের (Olympic) এক সংস্করণে জোড়া পদক জেতা এই শুটার, যিনি দেশের জন্য বহু গৌরব অর্জন করেছেন, বর্তমানে জাতীয় পুরস্কারের প্রতি সরকারের মনোভাব নিয়ে এক চরম বিতর্কের মধ্যে রয়েছেন। মনু ভাকেরের তরফে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য আবেদন না করার গুজব, তাঁর পরিবার ও ক্রীড়া মহলের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে। তবে, এবার অবশেষে মনু ভাকের নিজেই মুখ খুললেন এই বিতর্ক নিয়ে, যা ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে।

Advertisements

ট্রান্সফার উইন্ডোতে লোনে দল পরিবর্তনের সম্ভাবনা বাগান এবং লাল-হলুদের এই ফুটবলারদের

   

মনু ভাকের সোশাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, পুরস্কার কখনওই তাঁর লক্ষ্য ছিল না। টুইটারে একটি পোস্টে তিনি লেখেন, “অ্যাথলিট হিসেবে দেশের হয়ে খেলা এবং ভালো পারফর্ম করা আমার মূল লক্ষ্য। পুরস্কার এবং খ্যাতি অবশ্যই আমাকে অনুপ্রাণিত করে, কিন্তু তারা আমার প্রধান উদ্দেশ্য নয়।” তাঁর এই মন্তব্যে পরিষ্কারভাবে উঠে এসেছে, শুটিং স্পোর্টসের মতো কঠিন খেলায় তিনি কেবল দেশের জন্য সাফল্য অর্জনের প্রতি মনোযোগী।

মনু আরও জানান, খেলরত্ন পুরস্কারের জন্য তাঁর আবেদন না করার পেছনে হয়তো কিছু প্রশাসনিক ত্রুটি ছিল। “হয়তো আবেদনপত্র পূর্ণ করার সময় আমার তরফে কিছু ভুল হয়েছিল, যা পরে সংশোধন করা হয়েছে। তবে পুরস্কার না পাওয়ার পরও, আমি দেশের জন্য পদক জয়ের লক্ষ্যে কাজ করে যাব।” তাঁর এই বক্তব্য, বিশেষ করে ‘আবেদনপত্রে ভুল’ কথা ঘিরে কিছুটা রহস্য তৈরি হলেও, এটি স্পষ্ট করে যে, মনু পুরস্কার বা সম্মান গ্রহণের চেয়ে নিজের খেলায় সাফল্যকেই প্রাধান্য দেন।

লিগে সপ্তাহের সেরা ভারতীয় ফুটবলারের তালিকায় লাল-হলুদের দুই জন, বাগানের কে?

এদিকে, মনু ভাকেরের বাবা রামকিষাণ ভাকের বিষয়টি নিয়ে বেশ দুঃখ প্রকাশ করেছেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “মনু এত বড় অর্জন করেছে, তা সত্ত্বেও সরকার বা ক্রীড়ামন্ত্রক তাঁর কৃতিত্বের যথাযথ স্বীকৃতি দেয়নি। অলিম্পিক্সের একটি সংস্করণে জোড়া পদক জেতা, যা আগে কেউ পারেনি, তা তো কম কিছু নয়। আমাদের ভুল ছিল যদি আমরা তাঁকে শুটার না বানিয়ে ক্রিকেটার বানাতাম, তাহলে হয়তো পুরস্কার তার কাছে আসত।” এই মন্তব্য থেকে স্পষ্ট যে, রামকিষাণের মনে একটি দুঃখ রয়েছে যে, সরকারের কাছে মনুর যথাযোগ্য কৃতিত্বের মূল্যায়ন হয়নি।

অবশেষে প্রকাশ হল সূচি, এই দিন বাংলাদেশ এবং পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

মনু ভাকেরের এই বিতর্কের মধ্যে তাঁর অনুরাগীরা এবং ক্রীড়া বিশেষজ্ঞরা বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। অনেকেই মনে করেন, মনু যেহেতু অলিম্পিকে দুটি পদক জিতেছেন, তাঁর পুরস্কার প্রাপ্য ছিল। তবে, কেউ কেউ মনে করেন, ক্রীড়ার বিশাল পরিসরে মনু ভাকেরের নামকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরার জন্য সরকারের দিক থেকে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন ছিল। দেশের বৃহত্তম খেলাধুলার সম্মান প্রাপ্তি, শুধুমাত্র একজন ক্রীড়াবিদের জন্য নয়, পুরো দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের বিষয় হতে পারে, এমনটা মনে করেন অনেকেই।

Advertisements
Previous article জীবনের নতুন অধ্যায় শুরু করলেন গ্লেন মার্টিন্স
Next article পাঁচ রাজ্যের নতুন রাজ্যপাল নিয়োগে বড়সড় রদবদল
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।