ফের পদকের হাতছানি! অলিম্পিকে পিস্তলের ফাইনালে মনু ভাকর

ফের পদকের হাতছানি। প্যারিস অলিম্পিকের ২৫ মিটার পিস্তল শুটিংয়ের ফাইনালে মনু ভাকর। এই রাউন্ডে দ্বিতীয় হয়ে ফাইনালে পৌঁছলেন মনু। ফলে আরও একটি পদক জয়ের সম্ভাবনা…

Manu Bhakar

ফের পদকের হাতছানি। প্যারিস অলিম্পিকের ২৫ মিটার পিস্তল শুটিংয়ের ফাইনালে মনু ভাকর।
এই রাউন্ডে দ্বিতীয় হয়ে ফাইনালে পৌঁছলেন মনু। ফলে আরও একটি পদক জয়ের সম্ভাবনা বাড়ছে এই ভারতীয় শুটারের।

Next Gen Cup: এবার বোঝা গেল বিনো জর্জের স্ট্র্যাটেজি কতটা কার্যকর ছিল

   

ফাইনালে ওঠার যোগ্যতাঅর্জন পর্বে ৬০০-র মধ্যে ৫৯০ স্কোর করেছেন তিনি। প্রিসিসন রাউন্ডের পর মনু ছিলেন তৃতীয় স্থানে। তাঁর স্কোর ছিল ৩০০-র মধ্যে ২৯৪। র‌্যাপিড রাউন্ডের পর তিনি দ্বিতীয় স্থানে উঠে আসেন। এই রাউন্ডে তিনি স্কোর করেন ২৯৬। সব মিলিয়ে হাঙ্গেরির ভেরোনিকা মেজর ৫৯২ স্কোর করে প্রথম হয়েছেন। তিনি অলিম্পিক্স রেকর্ড স্পর্শ করেছেন। তৃতীয় হয়েছেন ইরানের হানিয়ে রোস্তামিয়ান। তাঁর মোট স্কোর ৫৮৮।

Anwar Ali: দ্রুত জানা যাবে ‘ডার্বি’র ফলাফল?

অলিম্পিকের শুরুতে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু। এবার প্যারিস অলিম্পিকে সেটাই ছিল ভারতের প্রথম পদক। মনুর সঙ্গে সরবজ্যোৎ সিংহের সঙ্গে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ডাবলসে ব্রোঞ্জ জেতেন। সেটা ছিল প্যারিস অলিম্পিক্সে তাঁর এবং ভারতের দ্বিতীয় পদক।

BJP: সংসদে বিলের ইংরেজি নাম বদলে যাচ্ছে হিন্দিতে, আড়ালে কোন হিন্দুত্ববাদী এজেন্ডা?

শনিবার পিস্তলের ফাইনালে নামবেন মনু ভাকর। এবার ফাইনালে মনুর লড়াই নিয়ে আশায় বুক বাঁধছে গোটা দেশ। একটি, দুটি নয় আরও একটি পদকের জন্য অধীর অপেক্ষায় বসে রয়েছে আসমুদ্র হিমাচল। কারণ এবার পদক এলেই রেকর্ড গড়বেন তিনি। প্রথমবার কোনও ইভেন্টে ভারতের ঝুলিতে আসতে চলেছে তিনটি পদক।