Manu Bhaker : কলকাতায় শুটার মনু

Manu Bhaker reach in Kolkata for attend Tata Steel Trailblazers Conclave 3.0

৬ থেকে ৮ মার্চ কলকাতার (Kolkata) এক পাঁচ তাঁরা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে টাটা স্টীল ট্রেইলব্লেজার্স কনক্লেভের তৃতীয় বর্ষের অনুষ্ঠান (Tata Steel Trailblazers Conclave 3.0)। এই কনক্লেভে অংশগ্রহণ করবেন ভারতের অন্যতম শীর্ষ ক্রীড়া ব্যক্তিত্বরা (Indian Sporting Legends), যারা নিজেদের অনুপ্রেরণাদায়ী যাত্রা এবং অভিজ্ঞতা কথা ভাগ করে নেবেন। সেই তালিকায় রয়েছেন দেশের অন্যতম তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা, রবিচন্দ্র অশ্বিন এবং প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অলিম্পিকে জোড়া পদক জয়ী শুটার মনু ভাকর, দাবার বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ। হকি তারকা পি আর শ্রীজেশ এবং হরমানপ্ৰীত সিং। অলিম্পিক পদকজয়ী মেরি কম এবং অন্যান্য বিশ্বখ্যাত ভারতীয় ক্রীড়াবিদরা। 

   

টাটা স্টীল ট্রেইলব্লেজার্স কনক্লেভের তৃতীয় বর্ষের অনুষ্ঠান (Tata Steel Trailblazers Conclave 3.0) যোগ দিতে কলকাতায় (Kolkata) মনু ভাকর (Manu Bhaker)। সেখানে তিনি তুলে ধরবেন ২০২৪ প্যারিস অলিম্পিকে (2024 Paris Olympic) পদক জয়ের অভিজ্ঞতার কথা।

প্রতিবছর, টাটা স্টীল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ভারতের অন্যতম প্রধান ক্রীড়া মঞ্চ হয়ে উঠেছে। ক্রীড়াবিদদের অসীম পরিশ্রম এবং সাফল্যের গল্প এখানে উঠে আসে এবং আলোচনা হয় ক্রীড়ার মানসিকতা এবং ভবিষ্যতের ক্রীড়া ক্ষেত্র নিয়ে। কনক্লেভের উদ্দেশ্য শুধুমাত্র ক্রীড়ার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নয়, বরং ক্রীড়াবিদদের যাত্রা এবং তাদের সংগ্রাম থেকে শিক্ষা নেওয়া।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleমহিলাদের জন্য হোম লোনে বিশেষ ছাড়, জানুন বিস্তারিত
Next articleযাদবপুরকাণ্ড নিয়ে রাজ্ চক্রবতীর ২ মিনিটের হুঁশিয়ারি
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।