HomeSports NewsManu Bhaker: ভারতীয় শুটিংয়ের নবজাগরণ ঘটানো মনু দিলেন সাফল্যের মন্ত্র, ভাগ করলেন...

Manu Bhaker: ভারতীয় শুটিংয়ের নবজাগরণ ঘটানো মনু দিলেন সাফল্যের মন্ত্র, ভাগ করলেন প্যারিস অলিম্পিকের কথা

- Advertisement -

কলকাতায় (Kolkata) অনুষ্ঠিত টাটা স্টীল ট্রেইলব্লেজার্স কনক্লেভের তৃতীয় বর্ষের অনুষ্ঠানে (Tata Steel Trailblazers Conclave 3.0) উপস্থিত ভারতের অন্যতম শীর্ষ ক্রীড়া ব্যক্তিত্বরা (Indian Sporting Legends)। এই অনুষ্ঠানে তারা নিজেদের অনুপ্রেরণাদায়ী যাত্রা এবং অভিজ্ঞতার কথা ভাগ করে নিচ্ছনে। সেখানে উপস্থিত হয়েছিলেন স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম একই অলিম্পিকের জোড়া পদক জয়ী তথা ভারতীয় শুটিংয়ের নবজাগরণ ঘটানো মনু ভাকর (Manu Bhaker)।

২০২৪ প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে খবরের শিরোনামে চলে এসেছিলেন শুটার মনু। তবে পুজোর সময় কলকাতায় এসেও অলিম্পিকে পদক জয়ের প্রসঙ্গে তেমন কিছুই বলেননি তিনি। এবার তুলে ধরলেন জোড়া পদক জয়ের সাফল্যের মন্ত্র। তিনি বলেন, ‘সাফল্য পেতে হলে সমালোচনায় কান দেওয়া উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় কোথায় কী হচ্ছে আমি দেখতাম না।’ তাই সমালোচনায় কান না না দিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন মনু।

   

অলিম্পিকে পদক জয় করে নিজেকে প্রমান করার চ্যালেঞ্জ নিয়েছিলেন বলেও শুনতে পাওয়া গেল তার বক্তব্যে। এমনকি ক্রীড়া শুধু হারতে এবং জিততে শেখায় না বলে উল্লেখ করে বর্তমান ক্রীড়া জগতের আইকন মনু বলেন, ‘খেলা নিয়ম শৃঙ্খলা, ধৈর্য্য এবং সঠিক পথে চলার দিক নির্দেশ করে’।

২০২৪ প্যারিস অলিম্পিকে পদক জয়ে হ্যটট্রিকের সুযোগ এসেছিল তার সামনে। কিন্তু সামান্য কিছুর জন্য সেই লড়াই টেঘেকে তিনি ছিটকে যান এবং ওই ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করেছিলেন এই মহিলা শুটার। সেই সময় কতটা খারাপ লাগে সেই বিষয়ে আক্ষেপ করেন তিনি। ভারতীয় শুটাররা তীক্ষ্ণ বুদ্ধিমত্তার এবং খবুই অসাধারণ বলেও ব্যাখ্যা তার। পাশাপাশি ভারতীয়রা শুটিং, তীর ছোড়ায় এবং দাবাতে ভীষণ এগিয়ে বলেও জানিয়েছেন। তবে ভারতের তুলনায় আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চিন ক্রীড়া কাঠামোয় এগিয়ে আছে বলে জানান মনু।

ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে ভবিষ্যতে যুব ক্রীড়া বিকাশে সাহায্যের জন্য এগিয়ে আসার কথা জানিয়েছেন হরিয়ানা কন্যা। একইসঙ্গে নিজস্ব স্বাস্থ্য সচতেন থাকার কথা জানিয়েও আলু পরোটা ভীষণ প্রিয় বলেও হাসির ছলে বলে গেলেন মনু ভাকর।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular