ধ্যানচাঁদ প্রাপ্তির পরই পথদুর্ঘটনার শিকার মনুর পরিবার 

Manu Bhaker receive Major Dhyan Chand Khel Ratna Award with other three athletics

ধ্যানচাঁদ পুরস্কার (Dhyan Chand Award) জয়ী প্যারিস অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকেরের (Manu Bhaker) পরিবারে নেমে এল বিপর্যয়। রবিবার সকালে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান মনুর দিদা ও মামা।

Advertisements

গত শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ধ্যানচাঁদ পুরস্কার লাভ করেন মনু। আর রবিবারই তার পরিবারের উপরে নেমে এল এই দুর্ঘটনা ।

সহকারী সাব-ইনস্পেক্টর সুরেশ কুমার এ বিষয়ে জানিয়েছেন,”আমরা দুর্ঘটনার খবর পেয়েছিলাম, যেখানে একটি গাড়ি ও একটি স্কুটির মধ্যে সংঘর্ষ হয়। স্কুটির দুজন যাত্রী মারা গেছেন। গাড়ির চালক ঘটনাস্থলে পাওয়া যায়নি,”।

Advertisements

এদিন সকাল ৯ নাগাদ পথ দুর্ঘটনা হয় মহেন্দ্রগড় বাইপাস রোডে। একটি স্কুটি ও মারুতি সুজুকি ব্রেজার মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রাবল্যে মনুর দিদা ও মামা ঘটনাস্থলেই প্রাণ হারান। গাড়ির চালক পলাতক।

২০২৪ প্যারিস অলিম্পিকে দুটি ব্রোঞ্জ পদক জেতা ভাকের সম্প্রতি মেজর ধ্যাণচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। তিনি ১০ মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত ইভেন্ট এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেন, যা ছিল ভারতের প্রথম পদক।

জানা গিয়েছে মনুর দিদা ও মামা স্কুটিতে যাচ্ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। দু’জনের নিথর দেহ নিয়ে যাওয়া হয় হাসাপাতালে।