Wednesday, November 26, 2025
HomeSports Newsমালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ভারতীয় ফুটবল দল, কবে?

মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ভারতীয় ফুটবল দল, কবে?

- Advertisement -

India to Face Malaysia: কিছুদিন আগেই শেষ হয়েছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। যেখানে শক্তিশালী সিরিয়া দলের কাছে পরাজিত হয়ে খেতাব হাতছাড়া হয়েছিল ব্লু টাইগার্সদের‌। টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুর্বল মরিশাসের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলেও খুব একটা সুবিধা করতে পারেনি মানোলো মার্কুয়েজের ছেলেরা। অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল ম্যাচ। যা নিয়ে হতাশ ছিলেন ফুটবলপ্রেমীরা। তবুও খেতাব জয়ের ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি।

গাছিবাউলি স্টেডিয়ামে বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল সিরিয়ার কাছে। গত বছর ইগর স্টিমাকের তত্ত্বাবধানে শক্তিশালী লেবানন দলকে হারিয়ে এই খেতাব জয় করেছিল ব্লু-টাইগার্স। কিন্তু সময়ের সাথে সাথে বদলে গিয়েছে গোটা পরিস্থিতি। স্টিমাক জামানার অবসান ঘটিয়ে স্প্যানিশ কোচ মানোলো মার্কুয়েজের হাতে তুলে দেওয়া হয়েছে দলের দায়িত্ব। এবারের ইন্টারকন্টিনেন্টাল কাপের মধ্য দিয়েই ভারতীয় দলের প্রথম অ্যাসাইনমেন্ট

   

শুরু করেছিলেন তিনি।
দেশের মাটিতে এই ফুটবল টুর্নামেন্টে সাফল্য না আসলেও তাঁর উপরেই ভরসা রাখছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ। তবে ইন্টারকন্টিনেন্টাল কাপ হাতছাড়া হওয়ার ফলে যথেষ্ট প্রভাব পড়েছে ফিফা তালিকায়। পূর্বে ১২৪ নম্বর স্থানে এসেছিল ভারতীয় ফুটবল দল। কিন্তু সদ্য আন্তর্জাতিক ট্রফি হাতছাড়া হওয়ার ফলে আরও কিছুটা নেমে এসেছে ব্লু-টাইগার্সরা। ১২৬ নম্বর স্থানে এসেছে ভারত।

যা নিয়ে হতাশ দেশের ফুটবলপ্রেমীরা। এসবের মাঝেই বেশ কয়েকটি শক্তিশালী দেশের সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলার পরিকল্পনা নিয়েছিল এআইএফএফ। সেই নিয়েই উঠে এল নয়া তথ্য। চলতি বছরের শেষেই মালয়েশিয়া দলের মুখোমুখি হবে গুরপ্রীত সিং সিন্ধুরা। যতদূর জানা গিয়েছে আগামী ১৯ নভেম্বর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে এই ফুটবল ম্যাচ। বর্তমানে ফিফা তালিকার ১৩২ নম্বরে রয়েছে মালয়েশিয়া। তাঁদের বিপক্ষে ভালো পারফরম্যান্স করাই এখন অন্যতম লক্ষ্য রাহুল ভেকেদের।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
RELATED ARTICLES

Most Popular

Recent Comments