গোয়ার সঙ্গে নতুন চুক্তিতে মানোলো মার্কুয়েজ

ভারতীয় ক্লাব ফুটবলে অন্যতম সফল একজন কোচ হিসেবে বিবেচিত মানোলো মার্কুয়েজ (Manolo Marquez)। কার্লোস পেনার পর থেকেই এফসি গোয়ার দায়িত্ব পালন করে আসছেন এই স্প্যানিশ…

Indian Head Coach Manolo Marquez

ভারতীয় ক্লাব ফুটবলে অন্যতম সফল একজন কোচ হিসেবে বিবেচিত মানোলো মার্কুয়েজ (Manolo Marquez)। কার্লোস পেনার পর থেকেই এফসি গোয়ার দায়িত্ব পালন করে আসছেন এই স্প্যানিশ কোচ। পূর্বে তাঁর তত্ত্বাবধানেই ইন্ডিয়ান সুপার লিগ তথা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল হায়দরাবাদ এফসি। পরবর্তীতে তাঁকে চূড়ান্ত করে গোয়া ম্যানেজমেন্ট। বলতে গেলে মানোলোর আসার পর থেকেই নয়া ছন্দে ধরা দিয়েছে এফসি গোয়া। বিগত কয়েক মরসুমে অনবদ্য পারফরম্যান্স করে আসছে দেশের প্রথম ডিভিশনের এই ফুটবল দল।

এমনকি গত সিজনে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল এফসি গোয়া। কলিঙ্গ স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে সেবার খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে তিনটি গোলের ব্যবধানে পরাজিত করেছিল গোয়া শিবির। গোল করেছিলেন বোরহা হেরেরা থেকে শুরু করে ইকের গ্যারেক্সোনার মত ফুটবলার। সেই জয়ের সুবাদেই এই নয়া ফুটবল সিজনে ভারতের হয়ে এএফসির টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করবে গোয়া ফুটবল দল। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। এই সমস্ত কিছু মাথায় রেখেই এবার নয়া সিজনের জন্য ঘর গোছানোর কাজে হাত দিয়েছে ম্যানেজমেন্ট।

   

কোচের পছন্দ অনুযায়ী এবার দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি নির্বাচনে নজর দিয়েছে ম্যানেজমেন্ট। তবে বছর খানেক আগেই ভারতের জাতীয় ফুটবল দলের দায়িত্ব পেয়েছিলেন এই স্প্যানিশ হাইপ্রোফাইল। ইগর স্টিমাচের পর এই সফল কোচের হাত ধরেই সুদিন ফেরাতে মরিয়া ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু একেবারেই সুবিধা করতে পারেনি ব্লু-টাইগার্সরা। বরং দলের পারফরম্যান্স হতাশ করেছিল সকল ফুটবলপ্রেমীদের। এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত নিজের দায়িত্ব সরে আসেন মানোলো। অন্যদিকে, জাতীয় দলের দায়িত্ব থাকায় নতুন সিজনে নতুন কোচ খুঁজতে মরিয়া ছিল গোয়া শিবির।

Advertisements

তবে মানোলো মার্কুয়েজ জাতীয় দলের দায়িত্ব থেকে সরে আসায় শেষ পর্যন্ত নিজেদের সুপার কাপ জয়ী কোচকেই রাখার সিদ্ধান্ত নিয়েছে আইএসএলের এই শক্তিশালী ফুটবল ক্লাব। জানা গিয়েছে, নির্ধারিত চুক্তির সঙ্গে আরও একটি সিজনের জন্য তাঁর উপরেই ভরসা রাখছে এফসি গোয়া। জাতীয় ফুটবল দলের দায়িত্বে হতাশাজনক পারফরম্যান্সের পর এই নয়া সিজনে গোয়ার হয়ে নিজের সাফল্য ফেরানোর চ্যালেঞ্জ এই স্প্যানিশ কোচের।