FC Goa: আর্মান্দো সাদিকুর পারফরম্যান্স নিয়ে কী বললেন মানোলো?

বর্তমানে জয়ের ধারা অব্যাহত রয়েছে এফসি গোয়ার ( FC Goa)। গত মঙ্গলবার নিজেদের ঘরের মাঠে তাঁরা পরাজিত করেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবকে।…

Indian Head Coach Manolo Marquez

বর্তমানে জয়ের ধারা অব্যাহত রয়েছে এফসি গোয়ার ( FC Goa)। গত মঙ্গলবার নিজেদের ঘরের মাঠে তাঁরা পরাজিত করেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবকে। গোল পেয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড ইকের গ্যারেক্সোনা। তাঁর অনবদ্য দক্ষতার সামনে কোনও জবাব ছিল না সাদা-কালো ডিফেন্ডারদের কাছে। প্রথমার্ধের শেষে একটি মাত্র গোলের ব্যবধানে এগিয়ে ছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ানোর পরিকল্পনা থাকলেও তা খুব একটা সহজ ছিল না। ফ্লোরেন্ট ওগিয়ার থেকে শুরু করে জো জোহেরলিয়ানাদের জমাট বাঁধানো রক্ষণে আটকে যেতে হয় বারংবার।

তবে একেবারে শেষ কোয়ার্টারে বোরহা হেরেরাদের দক্ষতায় প্রবল চাপে পড়ে যায় সাদা-কালো ডিফেন্স। তারপর পরিস্থিতি সামাল দিতে গিয়ে গোলরক্ষক পদম ছেত্রীর হাতে লেগে বল চলে যায় নিজেদের গোলেই। যারফলে অনায়াসেই ব্যবধান বাড়িয়ে নেয় গোয়া। তারপর আর ম্যাচে ফিরে আসা সম্ভব ছিল না মহামেডানের পক্ষে। যারফলে অনায়াসেই জয় সুনিশ্চিত হয়ে যায় সন্দেশ ঝিঙ্গানদের। দলের এমন সাফল্যে যথেষ্ট খুশি মানোলো মার্কুয়েজ। এই ম্যাচ প্রসঙ্গে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” আজকের এই ম্যাচ নিয়ে আমি যথেষ্ট খুশি। যখন একজন কোচ হিসেবে খেলোয়াড়দের নিজেদের প্রমাণ করার সঠিক সুযোগ করে দিতে পারি। এবং তাঁরা ও নিজেদের সঠিকভাবে মেলে ধরতে সক্ষম হয়েছে‌। এবং দলের জয়ের ক্ষেত্রে অবদান রেখেছে। আমি নাম বলবো না‌। তবে সে যথেষ্ট নজর কেড়েছে‌।”

kolkata24x7-sports-News

   

Also Read | Mohammedan SC vs FC Goa: গোয়া ম্যাচে পরাজিত হওয়ার পর ফুটবলারদের নিয়ে বিষ্ফোরক মেহরাজ 

এমন পারফরম্যান্স অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের। তবে আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুর বর্তমান ফর্ম কিছুটা হলেও যেন চাপে রাখছে সকলকে। টুর্নামেন্টের শুরুর দিকে সাদিকুর সক্রিয়তা নিঃসন্দেহে মন জয় করেছিল সকলের। তবে গত বেশ কয়েকটি ম্যাচ ধরেই অফ কালার রয়েছেন তিনি।

সেই প্রসঙ্গে মানোলো মার্কুয়েজ বলেন, ” সাদিকু এমন একজন ফুটবলার যিনি তাঁর গোটা ফুটবল ক্যারিয়ার জুড়ে বহু গোল করেছেন। অন্য সব দলের ক্ষেত্রে ৯ নম্বর জার্সিতে নিজেকে প্রমাণ করেছেন। তবে প্রত্যেক ম্যাচে কারুর পক্ষেই গোল তুলে নেওয়া সহজ নয়। সে সবসময় নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছে। আমি তাঁর পারফরম্যান্সে খুশি। সঠিক সময় সে আবার গোল পাবে। সে নিজে ও দলের জন্য কাজ করছে এবং সে তাতে যথেষ্ট খুশি।”