ইগোরের থেকে অনেক এগিয়ে মানালো! পরিসংখ্যান স্পষ্ট

মানালো মার্কেজকে (Manolo Marquez) ভারতের সিনিয়র ফুটবল দলের প্রধান প্রশিক্ষক হিসেবে চূড়ান্ত করেছে সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা। ইগোর স্টিম্যাচের (Igor Stimac) পর টিম ইন্ডিয়াকে এগিয়ে…

Manolo Marquez and Igor Stimac record comparison

মানালো মার্কেজকে (Manolo Marquez) ভারতের সিনিয়র ফুটবল দলের প্রধান প্রশিক্ষক হিসেবে চূড়ান্ত করেছে সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা। ইগোর স্টিম্যাচের (Igor Stimac) পর টিম ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন তাঁর কাঁধে। ইগোর স্টিম্যাচ পেশাদার ফুটবল কেরিয়ারের পর কোচ হিসেবে কাজ শুরু করেছিলেন। একাধিক দলের কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ক্রোয়েশিয়ানের।

   

ভারতের কোচ হিসেবে এক সময় দেখিয়েছিলেন আশার আলো। মানালো মার্কেজ ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম জনপ্রিয় কোচ। পরিসংখ্যানের বিচারে কে এগিয়ে, ইগোর নাকি মানালো? পরিসংখ্যান বলছে শতকরা জয়ের হিসেবে ইগোরের থেকে অনেকটা এগিয়ে রয়েছেন মানালো।

এক নম্বরে নেমে সেঞ্চুরি, তিন নম্বরে হাফসেঞ্চুরি, তবুও গম্ভীরের টিম ইন্ডিয়ায় হল না জায়গা

কোচিং কেরিয়ারে স্টিম্যাচ শতকরা ৩০.৮ শতাংশ ম্যাচে জয়লাভ করেছেন। ২০১৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত ভারতের হয়ে ৫৩টি ম্যাচে মধ্যে জয়ের স্বাদ পেয়েছিলেন ১৯টি ম্যাচে। ড্র ও পরাজয় যথাক্রমে ১৪টি ও ২০টি ম্যাচে।

ফেরত দিতে হবে না মাইনে? হাইকোর্টে শিক্ষকদের জয়ে মুখ পুড়লো শিক্ষা দফতরের!

অন্য দিকে মানালো মার্কেজ তাঁর কোচিং কেরিয়ারে জিতেছেন মোট ৪৬.৬৭ শতাংশ ম্যাচ। সব মিলিয়ে ছ’শোর বেশি ম্যাচ খেলানোর অভিজ্ঞতা রয়েছে। এফসি গোয়ার হয়ে প্রায় ৫৮ শতাংশ ম্যাচে জয় পেয়েছেন। হায়দরাবাদ এফসির হয়ে জিতেছিলেন ৪৮.০০ শতাংশ ম্যাচ। পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট যে কোচিং করানোর অভিজ্ঞতা হোক কিংবা জয়ের হার, উভয় দিক দিয়ে ইগোর স্টিম্যাচের তুলনায় এগিয়ে রয়েছেন মানালো মার্কেজ।