কলিঙ্গের মাঠে বর্ষবরণের পার্টি করল মানোলোর গোয়া

Odisha FC vs FC Goa in ISL

কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium) এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে ধাক্কা ওডিশা এফসির (Odisha FC)। বছর শুরুতেই নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল সার্জিও লোবেরার (Sergio Loebra) দল। এই ম্যাচেই ঘটল বিপত্তি। ৪-২ ব্যবধানে পরাজিত হল কলিঙ্গ ওয়ারিয়র্সরা। অন্যদিকে ম্যাচে জিতে লিগ শিল্ডের দৌড়ে নিজেদের অবস্থান দৃঢ় করল মানোলো মার্কুয়েজের (Manolo Marques) ছাত্ররা। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল তারা। ওডিশা ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান তাদের।

অস্ট্রেলিয়া পৌঁছে গ্রহ পরিবর্তন কোহলির! একই ভুল করে ফাঁদে দিলেন পা

   

এদিনের ম্যাচে ওডিশার বিপক্ষে এফসি গোয়ার হয়ে দুরন্ত পারফর্ম করেন মিডফিল্ডার ব্রাইসন ফার্নান্দেস। যিনি টানা দ্বিতীয় ম্যাচে দুটি গোল করেন। ম্যাচের শুরুতেই ৮ মিনিটের মাথায় তিনি গোয়াকে ১-০ গোলে এগিয়ে দেন। তাঁর ডান পায়ে নেওয়া নিখুঁত শটে সোজা বল গিয়ে জড়ায় জালে।

ওডিশা স্কোর লাইনে সমতা ফেরানোর চেষ্টা করে। এরই মধ্যে ২৭ মিনিটে নিজেদের বক্সের ভিতরে ফাউল করে ওডিশাকে পেনাল্টি উপহার দেন গোয়ার ফুটবলার। ২৯ মিনিটে গোয়ার গোলকিপার রিতিক তিওয়ারিকে চমক দিয়ে পেনাল্টিতে নেওয়া শটে গোল করেন ওডিশার মরোক্কার ফুটবলার আহমেদ জাহু।

মুম্বাই ম্যাচের আগে নতুন বিপদ ইস্টবেঙ্গল শিবিরে

এরপর আক্রমণ ভাগে নিজেদের অবস্থান পরিবর্তন করে ক্রমাগত ওডিশার গোলমুখে আক্রমণ শুরু করে এফসি গোয়া। প্রথমার্ধের অতিরিক্ত দুই মিনিটে গুআরোটক্সেনা ওডিশা ডিফেন্স ওয়ালকে ভেঙে বক্সের ভিতরে একটি ক্রস দেন, যা ভুল প্রতিপক্ষের থোইবা সিং ক্লিয়ার করতে পারেনি। তাঁর পাশে দফারিয়ে থাকা উদান্তা সিং ডান পায়ে ছোঁয়া দিয়ে গোয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে, ব্রাইসন ফার্নান্দেস তাঁর দ্বিতীয় গোলটি করেন। ৫৩ মিনিটে, সন্দেশ ঝিঙ্গানের একটি দারুণ পাসে ব্রাইসন বক্সের বাইরে থেকে ডান পায়ে একটি ঝলকানো শট নেন। যেখানে ওডিশার গোলকিপার অমরিন্দর সিংয়ের কিছুই করার ছিল না। বল ডান পোস্টের অপর দিয়ে সোজা জালে জড়ায়। এরই সঙ্গে এফসি গোয়ার স্কোর লাইনে আরও এক গোল যুক্ত হয়।

সিডনি টেস্টে ভারতের বিরুদ্ধে ইতিহাস গড়লেন অজি অধিনায়ক

এরপর, ওড়িশা এফসি আরও এক বার বিপদে পড়ে। যখন ৫৬ মিনিটে একটি আত্মঘাতী গোল হয়ে যায়। ইকের গুআরোটক্সেনার ক্রস একত্রিত করে, আমে রানওয়াডে ভুলভাবে বলটি নিজের গোল পোস্টে পাঠান। ফলস্বরূপ এফসি গোয়ার স্কোর ৪-১ হয়ে যায়।

ওডিশা কিছু সুযোগ তৈরি করলেও, তারা যথেষ্ট সময়ে গোল করতে পারেনি। ৮৮ মিনিটে, জ্যরি মাওইহিংথাঙ্গার শরীর ভাসানো হেডারে ওডিশা তাদের দ্বিতীয় গোলটি পায়। তবে, এটি যথেষ্ট ছিল না সময় শেষে গোয়া সহজেই এদিনের ম্যাচে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে।

একী কান্ড! ২০২৪ সালে ভারতীয় ফুটবলে সেরা পাঁচ বিতর্কে নাম রয়েছে কলকাতার তিন প্রধানের?

ম্যাচের শেষ মুহূর্তে ওডিশা এফসির জন্য একটি আরও বড় অঘটন ঘটে। যখন ৯০ মিনিটে আহমেদ জাহুকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান হয়। এর ফলে তাঁকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। শেষের কয়েক মিনিট ওডিশাকে ১০ জনের দল নিয়ে খেলা চালাতে হয়। ফলস্বরূপ আগামী ম্যাচে তিনি দলের সঙ্গে মাঠে নামতে পারবেন না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleফুচকা বিক্রি করে বছরে ৪০ লক্ষ আয়, জিএসটি নোটিস আয়কর দফতরের
Next articleভারতীয় উইঙ্গারের দিকে নজর ওডিশা এফসির, জানুন
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।