HomeSports NewsEast Bengal: দেশেই হবে লাল-হলুদের প্রি-সিজন, বাজেট প্রসঙ্গে কী বললেন মণীশ গোয়েঙ্কা?

East Bengal: দেশেই হবে লাল-হলুদের প্রি-সিজন, বাজেট প্রসঙ্গে কী বললেন মণীশ গোয়েঙ্কা?

- Advertisement -

কলিঙ্গ স্টেডিয়ামে শক্তিশালী ওডিশা এফসিকে পরাজিত করে সুপার কাপ জিতেছে ইস্টবেঙ্গল (East Bengal)।  সেই সুবাদে আগামী মরশুমে এএফসির টুর্নামেন্টে অংশ নেবে কলকাতা ময়দানের এই প্রধান। চ্যাম্পিয়নস লিগের টায়ার টুর কোয়ালিফাইং ম্যাচ খেলবে মশাল ব্রিগেড। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা দলের সমর্থকদের কাছে‌। বহুদিন পর আবারও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে চলেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। সেইমতো অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। আইএসএলের দল গুলির পাশাপাশি আই লিগের ও একাধিক দলের ফুটবলারদের দিকে নজর ছিল তাদের।

ফরাসি তারকা মাদিহ তালাল থেকে শুরু করে ভারতীয় তরুণ ডেভিড লালাসাঙ্গা। প্রায় সকলকেই চূড়ান্ত করে ফেলেছে ইমামি ম্যানেজমেন্ট। তবে সেখানেই শেষ নয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আরো বেশকিছু ফুটবলারদের চূড়ান্ত করতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। এমনটাই ইঙ্গিত মিলেছে ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারের তরফ থেকে। তার কথায় আগামী মাসের ১৫ তারিখের মধ্যেই দল গঠনের কাজ শেষ করে ফেলতে পারে ময়দানের এই দ্বিতীয় প্রধান। এমন মন্তব্য যথেষ্ট খুশি করেছে সমর্থকদের। এদিন দল গঠনের জন্য বাজেট প্রসঙ্গ ও উঠে আসে সাংবাদিকদের তরফ থেকে।

   

এই নিয়ে ইমামি কর্তা মণীশ গোয়েঙ্কা বলেন, বাজেট নিয়ে নতুন করে ভাবার কিছু নেই। দল গঠনের কাজ সম্পন্ন হলে সকলেই বুঝতে পারবে যে বাজেট কত ছিল‌। কিংবা গতবারের তুলনায় বাজেট বেড়েছে কিনা। সেইসাথে দলের প্রি-সিজেন সংক্রান্ত বিষয় নিয়ে ও উঠে আসে নয়া তথ্য। জানা গিয়েছে, দল গঠনের পর কোচ কার্লোস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে ভারতের মাটিতেই প্রি-সিজেন করতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। তবে আদৌ সেটি কোথায় হবে, কিংবা কোন রাজ্যে হবে সেই নিয়ে পরবর্তীতে জানানো হবে। বর্তমানে শক্তিশালী দল গঠন করে সকলকে চমকে দেওয়াই একমাত্র লক্ষ্য সুপার কাপ জয়ীদের।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular