মণিপুরের এই তরুণ ডিফেন্ডারকে দলে টানল এফসি গোয়া

নতুন মরসুমের জন্য ঘর গোছানোর কাজ অনেকটাই এগিয়ে ফেলেছে এফসি গোয়া‌ (FC Goa)। গত কয়েক সপ্তাহে একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের সই করিয়েছে মানোলো মার্কেজের দল। পাশাপাশি…

Yanglem Sanatomba Singh

নতুন মরসুমের জন্য ঘর গোছানোর কাজ অনেকটাই এগিয়ে ফেলেছে এফসি গোয়া‌ (FC Goa)। গত কয়েক সপ্তাহে একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের সই করিয়েছে মানোলো মার্কেজের দল। পাশাপাশি রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করতে একাধিক তরুণ ফুটবলারদের দিকে ও নজর ছিল ম্যানেজমেন্টের। তাদের মধ্যেই এবার ইয়াংলেম সনাতোম্বা সিংকে (Yanglem Sanatomba Singh) নিজেদের দলে যুক্ত করল আইএসএলের এই‌ ফুটবল ক্লাব।

গত সিজনে রিলায়েন্স ইয়ং চ্যাম্পসের হয়ে খেলেছিলেন বছর আঠারোর এই ডিফেন্ডার। রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে যথেষ্ট দক্ষতার সাথে দলের রক্ষণভাগ সামাল দিয়েছিলেন মণিপুরের এই ফুটবলার। স্বাভাবিকভাবেই নতুন সিজনে তাঁকে দলে নিতে আসরে নামে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত বাজিমাত করল গোয়া শিবির। মঙ্গলবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইট থেকে ঘোষনা করা হয় এই ফুটবলারের নাম।

দলের সঙ্গে যুক্ত হয়ে এই তরুণ ডিফেন্ডার বলেন, ‘এফসি গোয়ার সঙ্গে যুক্ত হতে পেরে আমি‌ প্রচন্ড আনন্দিত। এই দলে সুযোগ পাবো তা কখনো ভাবিনি। আমি বিশ্বাস করি এফসি গোয়াতে নিজেকে মেলে ধরতে পারবো। এই দলটি মূলত তরুণ ফুটবলারদের তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট বিখ্যাত।’

Advertisements

আরো বলেন, ‘লেফট-ব্যাক হিসাবে আমি অধিক পরিচিত। আমার পজিশনে আমাদের দলে দু’জন সিনিয়র ফুটবলার রয়েছেন। আকাশ সাংওয়ান এবং জয় গুপ্তা। তাঁদের থেকে শিখতে চাই। সেইসাথে আমি কোচিং স্টাফদের সাথে কাজ করতে আগ্রহী। বিশেষ করে কোচ মানোলো মার্কেজ যিনি তরুণ খেলোয়াড়দের ব্যাপকভাবে প্রভাবিত করতে পারেন। আমি সেই খেলোয়াড়দের একজন হতে চাই।’