ইস্টবেঙ্গল থেকে ফুটবলার সই করিয়ে নিল Chennaiyin FC

২০২৪-২৫ মরসুমের আগে অভিজ্ঞ ভারতীয় ডিফেন্ডার মন্দার রাও দেশাইকে (Mandar Rao Desai) দলে নিশ্চিত করল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। রবিবার সকালে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে…

mandar rao desai joins chennaiyin fc from east bengal

২০২৪-২৫ মরসুমের আগে অভিজ্ঞ ভারতীয় ডিফেন্ডার মন্দার রাও দেশাইকে (Mandar Rao Desai) দলে নিশ্চিত করল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। রবিবার সকালে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই সই সংবাদ দিয়েছে চেন্নাইয়িন এফসি।

Katsumi Yusa: ‘তাড়াতাড়ি গাড়িতে তোলো’, ১৫ মিনিটে শেষ কাতসুমির ট্রায়াল

   

দেশাইকে ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সফল খেলোয়াড় হিসাবে বিবেচনা করা হয়। ২০২১ সালে মুম্বাই সিটি এফসির সঙ্গে লিগ শিরোপা। সব মিলিয়ে তিনটি লিগ শিল্ড জিতেছিলেন – একটি এফসি গোয়া (২০২০) এবং দু’টি মুম্বাই সিটির হয়ে (২০২১ এবং ২০২৩)। গোয়ার ৩২ বছর বয়সী এই ফুটবলার দুই বছরের চুক্তিতে নতুন ক্লাবে যোগ দিলেন। ২০২৬ সাল পর্যন্ত চেন্নাইয়িন এফসিতে থাকবেন তিনি।

রায়ান এডওয়ার্ডস, এলসন জোসে দিয়াস জুনিয়র, লালদিনপুইয়ার মতো খেলোয়াড়দের পাশাপাশি দেশাই চেন্নাইয়িনের রক্ষণ মজবুত করতে সাহায্য করবেন বলে আশা করা হচ্ছে। দেশাইকে সই করানোর ব্যাপারে কোচ ওয়েন কোয়েল বলেছেন, ‘মন্দার রাও দেশাই আমাদের লেফট ব্যাক পজিশনে আরও অভিজ্ঞতা যুক্ত করবে। মন্দার একজন দুর্দান্ত ডিফেন্ডার।’

 

২০১৪ সালে আইএসএলের উদ্বোধনী মরসুমে এফসি গোয়া দলে যোগ দেওয়ার আগে ২০১৩ সালে আই লিগে ডেম্পোর হয়ে পেশাদার কেরিয়ার শুরু করেছিলেন মন্দার। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর দেশাই বলেছেন, ‘চেন্নাইয়িন একটা চ্যাম্পিয়ন ক্লাব। তারা দু’বার চ্যাম্পিয়ন হয়েছে এবং অনেকবার প্লে অফে উঠেছে। আমি তাদের বিপক্ষে আগেও খেলেছি এবং তারা সব সময় ভালো দল গড়ার চেষ্টা করেছে। কোচ আমাকে এটাও বলেছিলেন যে আমি তরুণদের জন্য একটি ভাল উদাহরণ হতে পারি, দলকে বেড়ে উঠতে সহায়তা করতে পারি।’

Armando Sadiku: গ্যালারিতে বসে আলবেনিয়ার গোল দেখলেন সাদিকু

২০২০ সালে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০টি আইএসএল ম্যাচে অংশ নিয়ে ইতিহাস গড়েছিলেন দেশাই। গত মরসুমে ইস্টবেঙ্গল দলের সদস্য ছিলেন তিনি। ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলে ১৭ টি ম্যাচে ১১৯৫ মিনিট মাঠে কাটিয়েছিলেন।