মেসির টিমের এই ফুটবলারকে দলে নিয়ে বাজিমাত করতে চাইছে এই ক্লাব

মেসির বর্তমান ক্লাব প‍্যারিস সাঁজা’র (Paris Saint-Germain) গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লিয়েন্ড্রো পারদেসকে দলে নিতে আগ্রহী ম‍্যানচেস্টার ইউনাইটেড।এমনটাই দাবী করেছে ফরাসি সংবাদ মাধ‍্যম গুলো‌। মেসির জাতীয় দলের…

Leandro Pardes

মেসির বর্তমান ক্লাব প‍্যারিস সাঁজা’র (Paris Saint-Germain) গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লিয়েন্ড্রো পারদেসকে দলে নিতে আগ্রহী ম‍্যানচেস্টার ইউনাইটেড।এমনটাই দাবী করেছে ফরাসি সংবাদ মাধ‍্যম গুলো‌। মেসির জাতীয় দলের এই সতীর্থের জন্য ৩৫ মিলিয়ন ইউরো দর হেঁকেছে এই ফরাসি ক্লাব‌।

Advertisements

গত মরশুম’টা চোটের জন্যে খুব বেশি একটা ক্লাবের হয়ে মাঠে নামতে পারেননি পারদেস।মাত্র ২২ টা ম‍্যাচ খেলতে দেখা গেছিলো তাকে।একটা গোল করার পাশাপাশি দুটো গোল করিয়েছিলেন তিনি।এখনও পিএসজি’র সাথে বছর দুয়েকের চুক্তি আছে তার।

   

শুধুমাত্র ম‍্যানচেস্টার ইউনাইটেড’ই নয়, সংশ্লিষ্ট ফুটবলার’কে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইতালির আরেক ক্লাব জুভেন্টাস।যদিও শোনা যাচ্ছে পারদেস’এর জন্য যা দাম হেঁকেছে পিএসজি, তাতে তাকে কেনার উৎসাহ হারাতে পারে ম‍্যান ইউ।

নেমাঞ্জা ম‍্যাটিচ,পল পোগবা ক্লাব ছাড়ায় বর্তমান কোচ এরিক টেন হ‍্যাগের কাছে এখন সবচেয়ে বড় টাস্ক দলের মিডফিল্ডার ব্রিগেড’কে পুনরায় শক্তিশালী করা।এখন দেখা যাক কতোদুর তিনি কি করতে পারেন।