Manchester United: চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নিল লাল দৈত্য

Manchester United

চ্যাম্পিয়ন লীগ থেকে বিদায় নিল ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)। বায়ার্ন মিউনিখের (FC Bayern Munich) কাছে হেরে এইসিএল-কে বিদায় জানাল রেড ডেভিল। মিউনিখের বিরুদ্ধে পরাজয়ের পাশাপাশি ইউনাইটেডে একাধিক চোট আশঙ্কা।

এবারের উয়েফা চ্যাম্পিয়নস লীগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায় কার্যত আগেই নিশ্চিত হয়েছিল। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে জিততে পারলে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা ছিল ক্লাবের কাছে। সম্প্রতি সময়ের ফর্মের নিরিখে ফুটবল প্রেমীদের অনেকেই ধরে নিয়েছিলেন বায়ার্নকে হারাতে পারবে না ইউনাইটেড। সেটা হল শেষ পর্যন্ত। বায়ার্নের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লীগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায় নিশ্চিত হল। গ্রুপ এ’র ক্রম তালিকার সবার শেষে থেকে চ্যাম্পিয়ন্স লীগে শেষ হল লাল দৈত্যের যাত্রা।

   

ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির আগে পর্যন্ত গোল করতে পারেনি কোনো দল। দ্বিতীয়ার্ধে বায়ার্ন মিউনিখের কোমানের করা একমাত্র গোলে হয়েছে ম্যাচের ফয়সালা।

হ্যারি ম্যাগুয়ের ও লুক শ এর চোট প্রসঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এটিও টেন হ্যাগ বলেছেন, ” এখনই কিছু বলা সম্ভব না। অন্তত ২৪ ঘণ্টা আমাদের অপেক্ষা করতেই হবে। তার পর বুঝতে পারবো চোট সমস্যা কতটা গুরুতর।” ইতিমধ্যে একাধিক চোট সমস্যায় ভুগছে ইউনাইটেড। ক্যাসিমিরো, এরিকসন, মেসন মাউন্ট সহ আরো একাধিক ফুটবলার দীর্ঘ দিন চোটের কারণে মাঠের বাইরে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন