East Bengal Manchester United: ইস্টবেঙ্গল প্রসঙ্গে বড় মন্তব্য করল ম্যানচেস্টার ইউনাইটেড

Manchester United about East Bengal roomers

ইমামি অধ্যায় শুরু হওয়ার পরেও থামছে না ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) জল্পনা। অনেকেই মনে করছেন আগামী দিনে ইস্টবেঙ্গলে (East Bengal ) ম্যানচেস্টার ইউনাইটেড যুক্ত হলেও হতে পারে। কিন্তু খোদ ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই ক্লাব তেমনটা মনে করছে না।

Advertisements

শনিবার এক ক্রীড়া সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব প্রসঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের বক্তব্য। সেখানে ক্লাবের তরফের এক বক্তার মন্তব্য উদ্ধৃত করে লেখা হয়েছে, ইস্টবেঙ্গল ক্লাব এবং ম্যানচেস্টার ইউনাইটেড সম্বন্ধে যে জল্পনা চলছে তার কোনো ভিত্তি নেই। ইন্ডিয়ান সুপার লিগের কোনো ক্লাব কেনার ইচ্ছা নেই ম্যানচেস্টার ইউনাইটেডের।

কিছু দিন আগে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন যে ম্যানচেস্টারের সঙ্গে লাল হলুদকে নিয়ে কথা হয়েছে। আলোচনা আরও না এগোলে কিছু মন্তব্য করা উচিৎ হবে না। ম্যানচেস্টার ইউনাইটেড ‘ যদি ‘ রাজি হয় তাহলে ইস্টবেঙ্গল ক্লাবের মালিকানা নিতে পারে।

Advertisements

সৌরভের এই মন্তব্যের পরেই জল্পনা তুঙ্গে উঠেছিলেন। বস্তুত বক্তার নাম যেহেতু সৌরভ গঙ্গোপাধ্যায় তাই ক্রীড়া মহলের অনেকে মনে করেছিলেন পিকচার আভি বাকি হ্যায়। এই পরিস্থিতিতে ম্যানচেস্টার ইউনাইটেডের এহেন বক্তব্য জল্পনার মোড় ঘুরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট।