চতুর্থ টেস্টের (Manchester Test) পঞ্চম দিনে রুদ্ধশ্বাস লড়াই শেষে ম্যাচ ড্র করতে সক্ষম হল ভারতীয় দল (Indian Cricket Team)। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ও শুভমন গিলের (Shubman Gill) শতরানের উপর ভর করে ইংল্যান্ডের (England) জয়ের আশা গুঁড়িয়ে দিল ভারতীয় ব্যাটিং লাইনআপ। সেই সঙ্গে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে রুইল ইংল্যান্ড।
তৃতীয় ইনিংসে ১০৭ রানে অপরাজিত থাকেন জাদেজা, অপরদিকে ওয়াশিংটন সুন্দর ২০৬ বল খেলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলে নিজের প্রথম টেস্ট শতরান পূর্ণ করেন। ম্যাচের ১৪৩তম ওভারের শেষ বলে শতরান পূর্ণ হতেই দুই দল হাত মেলায় এবং ম্যাচ ড্র হিসাবে ঘোষণা করা হয়।
দিনের শুরুতে ভারত ছিল ইংল্যান্ডের থেকে ১৩৭ রান পিছিয়ে, স্কোরবোর্ডে তখন ১৭৪/২। যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শনের প্রথম ওভারে উইকেট হারিয়ে ম্যাচের দিক হেলে পড়েছিল ইংল্যান্ডের দিকে। তবে গিল ও কেএল রাহুলের ১৭৪ রানের দুর্দান্ত জুটি ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে। গিল ১০১ রান করে আউট হলেও রাহুল ৯০ রানে থেমে যান, অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন।
চাপের মুখে দাঁড়িয়ে টেস্ট ম্যাচ বাঁচানো সত্যিই প্রশংসার যোগ্য। গিল বলেন, “আমরা অনেক চাপের মধ্যে ছিলাম, কিন্তু আমাদের ব্যাটিং প্রতিক্রিয়া ছিল সাহসিকতার পরিচয়।” তিনি আরও বলেন, “শেষদিনের উইকেটকে ভুলে গিয়ে বল বাই বল খেলা দরকার ছিল, আমরা সেটা করতে পেরেছি।”
ইংল্যান্ডের বোলাররা শুরুতে ভালোই চাপ তৈরি করেছিল। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া বেন স্টোকস দ্বিতীয় ইনিংসে চোটের কারণে বল করতে পারেননি। তবে ক্রিস ওকস দুই বলে দুটি উইকেট তুলে নিয়ে ভারতের ইনিংসে বিপদ ডেকে আনেন।
তবে সেই চাপ কাটিয়ে দারুণভাবে ব্যাটিং করেন শুভমন গিল ও কেএল রাহুল। গিল সিরিজে এটি ছিল তার চতুর্থ শতরান। সাম্প্রতিক তিন ইনিংসে মাত্র ৩৪ রান করেই সমালোচনার মুখে পড়েছিলেন তিনি, সেই চাপ থেকে বেরিয়ে এসেছেন দুর্দান্ত ভঙ্গিতে।
এর আগে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে বিশাল ৫৪৪/৭ রান করে ইনিংস ঘোষণা করেছিল। জো রুট ১৫০ রান করে টেস্ট ক্রিকেটের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় উঠে আসেন। বেন স্টোকসও ১৬৪ বলে শতরান পূর্ণ করে দুই বছর পর টেস্টে সেঞ্চুরির স্বাদ নেন।পঞ্চম দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও ভারতীয় ব্যাটারদের ধৈর্য ও একাগ্রতা ইংল্যান্ডকে জয়ের সুযোগ দেয়নি। ম্যাচটি ড্র হওয়ায় সিরিজ এখনো খোলা।
সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনের ওভালে, ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত। সেই ম্যাচে সিরিজ নির্ধারণ হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।