এল ক্লাসিকোর পাশাপাশি বিশ্ব ফুটবলে ব্যাপক সমাদৃত ম্যানচেস্টার ডার্বি (Manchester derby)। নির্ধারিত সূচি অনুসারে রবিবার ভারতীয় সময় রাত ৯ টায় প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের দুই শক্তিশালী ফুটবল ক্লাব। ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি। ইত্তিয়াদ স্টেডিয়ামে সম্পূর্ণ সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল সিটি শিবির। দলের হয়ে এদিন জোড়া গোল করে যান আরলিং হ্যাল্যান্ড। এবং একটি গোল করে যান ব্রিটিশ তারকা ফিল ফোডেন। সেই নিয়ে যথেষ্ট খুশির আমেজ দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে।
Also Read | Manchester derby: হালান্ডের জোড়া গোলে ম্যান সিটির ৩-০ জয়ে ম্যান ইউনাইটেড বিধ্বস্ত
উল্লেখ্য, এদিন ম্যাচের শুরু থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল পেপ গার্দিওলার ছেলেরা। যারফলে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই চলে আসে প্রথম গোল। ১৮ মিনিটের মাথায় জোরেমি দোকুর ফ্রি-কিক থেকে অনবদ্য হেডে বল জালে জড়িয়ে যান ফোডেন। তারপর থেকেই সুযোগ বুঝে প্রতি আক্রমণে উঠে আসতে শুরু করেছিল ম্যান ইউনাইটেড। কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হয়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়তে শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সুযোগ বুঝেই দ্বিতীয় গোল তুলে নেয় ম্যান সিটি। এবার চতুর্থ কোয়ার্টারে আবার ও দলের গোল তুলে আনার ক্ষেত্রে অবদান রাখেন দোকু।
Also Read | India vs Pakistan Update: পাকিস্তানকে তছনছ করে অপারেশন দুবাইয়ে পহেলগাঁওয়ের বদলা
তাঁর থ্রু থেকে গোল করে যান তারকা ফুটবলার আরলিং হ্যাল্যান্ড। ১৫ মিনিট পর ফের আসে গোল। এবার বার্নার্ডো সিলভার অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করে যান হ্যাল্যান্ড। যারফলে এবারের এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত মোট ৫টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে উঠে এসেছেন এই দাপুটে ফুটবলার। যদিও আরো বাকি রয়েছে বহু ম্যাচ। তবে আগামী দিনে এই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকবে নয়ওয়ের এই তারকার। নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত সময় পর্যন্ত অপরিবর্তিত ছিল ম্যাচের ফলাফল। তাই অনায়াসেই জয় ছিনিয়ে নেয় ম্যানচেস্টার সিটি। এই হাইভোল্টেজ ডার্বি জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের।