ম্যানচেস্টার ডার্বিতে সিটিকে হারিয়ে জয়ের পথে ফিরল রেড ডেভিলসরা

ওল্ড ট্রাফোর্ড। যেটি অনেকের কাছেই পরিচিত থিয়েটার অফ ড্রিমস নামে। আজ সেখানেই হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে কাঁপুনি ধরিয়ে দিল মাইকেল ক্যারিকের ছেলেরা। সম্পূর্ণ সময়ের…

manchester-derby-red-devils-beat-man-city-mbeumo-dorgu-goals

ওল্ড ট্রাফোর্ড। যেটি অনেকের কাছেই পরিচিত থিয়েটার অফ ড্রিমস নামে। আজ সেখানেই হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে কাঁপুনি ধরিয়ে দিল মাইকেল ক্যারিকের ছেলেরা। সম্পূর্ণ সময়ের শেষে ম্যাঞ্চেস্টার ডার্বিতে (Manchester Derby) ২-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল রেড ডেভিলসরা। গোল করলেন ব্রায়ান এমবেউমো এবং প্যাট্রিক ডরগু। যেটা নিঃসন্দেহে বিরাট বড় পাওনা সকল সমর্থকদের কাছে। বলতে গেলে বহুদিন পর আবার যেন হারানো ছন্দ ফিরে পেল ম্যান ইউনাইটেড। প্রায় তিন ম্যাচ পর প্রিমিয়ার লিগে ফের এলো জয়। যারফলে বর্তমানে ২২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে থাকল ব্রুনো ফার্নান্দেজরা।

Advertisements

বলাবাহুল্য, এদিন ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট অ্যাডভান্টেজ ছিল ক্যারিকের ছেলেদের কাছে। সেটার পুরোটাই যেন আজ কাজে লাগালেন দলের ফুটবলাররা। প্রথম থেকেই খোঁচা খাওয়া বাঘের মতো প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিচ্ছিলেন ম্যানইউ ফুটবলাররা। তবে এক্ষেত্রে প্রতিপক্ষের গোলরক্ষক জিয়ানলুইজির সক্রিয়তা বারংবার আটকে দিচ্ছিল রেড ডেভিলসদের। ম্যানসিটি সমর্থকদের নয়নের মনি আর্লিং হালান্ডকে নিয়ে ব্যাপক প্রত্যাশা থাকলেও এদিন একেবারেই অফ কালার থাকলেন এই তারকা। প্রথমার্ধে গোলশূন্য ফলাফল থাকলেও দ্বিতীয়ার্ধে গোলের মুখ খুলতে খুব একটা সমস্যা হয়নি ক্যাসেমিরোদের।

   

ম্যাচের পঞ্চম কোয়ার্টারে ব্রুনোর দুর্দান্ত অ্যাটাক থেকে বল চলে গিয়েছিল এমবেউমোর কাছে। সেখান থেকে বল গোলে রাখতে একেবারেই ভুল করেননি ক্যামেরুনের এই ফুটবলার। যারফলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবুও এরপর ম্যাচে ফিরে আসার সুযোগ ছিল প্রতিপক্ষের কাছে। কিন্তু সেটা মিনিট দশেকের বেশি স্থায়ী হয়নি। প্রায় ৭৬ মিনিটের মাথায় ম্যানসিটির কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়ে যান প্যাট্রিক ডরগু। বলতে গেলে রিকো লুইসের এক মুহুর্তের অসাবধানতা শেষ করে দেয় ম্যাচে ফেরার আশা।

Advertisements