Manchester City: সবুজ-মেরুনের বিরুদ্ধে ম্যানচেস্টার, খেলবেন না দুই তারকা

Manchester City

ইংলিশ প্রিমিয়ার লিগে পরিচিত ফর্মে নেই ম্যানচেস্টার সিটি (Manchester City)। এরই মধ্যে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে দল। মঙ্গলবার রাতে জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসকে ৩-০ গোলে হারিয়েছে সিটি। হল্যান্ড ও কেভিন ডি ব্রুইনের মতো তারকাদের ছাড়াই সেমিফাইনালে জিততে কোনো সমস্যা হয়নি নীল দলের। শুক্রবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব। ইনজুরিতে থাকা হল্যান্ড ও ডি ব্রুইন ফাইনালে খেলবেন না।

প্রথমার্ধের বিরতির সময়ে মারিয়াস হোইব্রেটেনের নিজের গোলে লিড পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে সাত মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় নিশ্চিত করে সিটি। ৫২ ও ৫৯ তম মিনিটে মাত্তেও কোভাচিচ ও বার্নার্দো সিলভা এই দুটি গোল করেন। ক্লাব বিশ্বকাপে ইউরোপের চ্যাম্পিয়ন দলটি কখনো এশিয়ার ক্লাব চ্যাম্পিয়ন দলের কাছে হারেনি। মঙ্গলবারও একই ঘটনা ঘটেছে। সিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন, এটা এমন একটি শিরোপা (ক্লাব বিশ্বকাপ) যা তার দলের কাছে নেই।

   

ইপিএলে শেষ ছয় ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া সিটি আন্তর্জাতিক পর্যায়ে ভালো করেছে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ছয় ম্যাচের সবকটিতেই জিতেছে তারা। এখন এখানেও খেতাবের খুব কাছে। এ বছর চ্যাম্পিয়ন্স লিগ, ইপিএল, এফএ কাপ ও উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে সিটি। শুক্রবার ফ্লুমিনেন্সের বিপক্ষে জিতলে এটি হবে বছরের পঞ্চম শিরোপা।

২০০৫ সালে ক্লাব বিশ্বকাপ শুরু হলেও গত ১৯ আসরে ১৩টি ফাইনাল হয়েছে ইউরোপীয় ও দক্ষিণ আমেরিকার দলগুলোর মধ্যে, তবে ফিফা আগামী বছর থেকে ক্লাব বিশ্বকাপ নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ৩২ দলের ক্লাব বিশ্বকাপে ইউরোপের ১২টি দল থাকবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন